একদম কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ৮ টি সোনার কানের দুলের কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরি সমস্ত ধরনের গয়নার প্রতিই মানুষের এক প্রকার আলাদা আবেগ এবং ভালবাসা রয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে কিছু লেটেস্ট ডিজাইনের কানের দুলের কালেকশন আপনাকে দেখাবো। আশা করছি কালেকশন গুলো আপনাদের ভাল লাগবে। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে শেয়ার করে নিতে ভুলবেন না।

১) আজকের প্রতিবেদনের শুরুতেই যে দুর্দান্ত কালেকশনের কানের টি আপনাদের দেখাতে চলছি সেটা হার্ট সেপে তৈরি করা হয়েছে। উপহারের জন্য কিন্তু এটা একটা দারুন কালেকশন। দাম পড়বে মোটামুটি ৩০ হাজার টাকার কাছাকাছি।

২) এবার যে কানের দুলটি আপনারা দেখছেন সেটা অনেকটা ঝালরের ডিজাইনে তৈরি করা হয়েছে। রিসেপশনে বা আইবুড়োভাতে আপনারা সহজেই এই ধরনের ডিজাইনের কানের দুল পড়তে পারেন‌। দাম পড়বে মোটামুটি ২৮ হাজার টাকার কাছে।

৩) এবার আপনাদের সাথে একটা কানপাশার ডিজাইন শেয়ার করে নেব। অত্যন্ত ইউনিক কালেকশন এর মধ্যে ঝুমকোর মতন করে আর ফ্লাওয়ার শেপের মেলবন্ধন এই ডিজাইন টা তৈরি করা হয়েছে। এটার দাম পড়বে মোটামুটি ৩৭ হাজার টাকা।

৪) সিম্পল এর মধ্যে একটা অসাধারণ ঝুমকোর ডিজাইন এবার আপনাদের দেখাতে চলেছি। গ্লসি সেপে একটি ফ্লাওয়ার এর সাথে এই ঝুমকোটা বসানো রয়েছে। দাম পড়বে মোটামুটি ৩৩ হাজার টাকার আশেপাশে।

৫) এবার যে কালেকশনটি আপনারা দেখছেন সেটা অনেকটা বরফির শেপে তৈরি করা হয়েছে। খুব সুন্দর ঝিলেকাটা কাজ করা রয়েছে এটার উপরে। আনুমানিক খরচ পড়বে ৩৫,২০০ টাকা।

৬) এবার যে কালেকশনটি আপনারা দেখছেন সেটা সম্পূর্ণ রিং এর মধ্যে ছোট ছোট বলের ডিজাইনের তৈরি করা হয়েছে। যেকোনো ট্রাডিশনাল পোশাকের সাথে আপনারা এটা পড়তে পারবেন। এটার দাম পড়বে মোটামুটি ২৮,২০০ টাকা।

৭) ফ্লাওয়ারের পেটালের মতন কাজ করে এবারের ডিজাইনটা তৈরি করা হয়েছে। ছোট অথচ ভীষণ হাল ফ্যাশনের কানের এটা। দাম পড়বে মোটামুটি ২৮ হাজার টাকা।

৮) যদি উপহার দেওয়ার জন্য বা ছোটখাটো কোন উৎসবে করে দেওয়ার জন্য আপনারা সোনার কানের কিনতে চাইছেন তবে অবশ্যই ফ্লাওয়ার এর সাথে চেন আর পাতার ডিজাইন করা এই কানেরটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। বেশ লম্বাটে ধরনের এই কানেরটি কিন্তু ওজনেও অনেকটা ভারী। খরচ পড়বে আনুমানিক ৪২ হাজার টাকা।

Back to top button