খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ৮ টি সোনার শাখা বাধানোর কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরি গহনা পরতে পছন্দ করেন না এরকম মানুষ বহু খুঁজলেও হয়তো চট করে পাওয়া যাবে না। যদিও মূল্য বৃদ্ধির বাজারে আজকাল আর আগের মতন ভারী গয়না মানুষ তৈরি করতে পারেন না। তবে কমবেশি টুকটাক গয়নাগাটি কিন্তু বানানো হয়েই থাকে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি লেটেস্ট ডিজাইনের কিছু শাখা বাধানোর কালেকশন যা বিশেষ কোনো অকেশন থেকে শুরু করে বিয়ের দিনে আপনারা খুব সহজেই ট্রাই করতে পারবেন।।

১) প্রতিবেদনের শুরুতেই একটি মাছ ময়ূর শাখা আপনাদের দেখাতে চলেছি। দুর্দান্ত মিনাকারি কাজের উপরে এটাকে তৈরি করা হয়েছে। এত দারুন ডিজাইন কিন্তু চট করে দেখা যায় না। বিয়ের দিন পরিধান করলে খুবই সুন্দর লাগবে।

২) এবার সরু পাতের উপরের কাজের পাশাপাশি বরফি কাটিং এবং ছোট ছোট ফ্লাওয়ার এর ডিজাইনের তৈরি একটা শাখা বাধানো আপনাদের দেখাতে চলেছি। যেকোনো ছোটখাটো অকেশানে আপনারা এরকম একটা ডিজাইন ক্যারি করতে পারেন।

৩) এবার ম্যাট আর ঝিলের কম্বিনেশনে তৈরি একটা শাখা বাধানো আপনাদের দেখাবো। এটার উপরেও ময়ূর ডিজাইনের কাজ করা রয়েছে।

৪) এবার যে শাঁখা জোড়া আপনারা দেখতে চলেছেন সেটার উপরে ছোট ছোট রাউন্ড শেপের ডিজাইন এবং চ্যানেলের কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর আর ইউনিক ডিজাইন হল এটি।

৫) ময়ূরের ডিজাইনের উপরে আরো একটি শাখা বাধানো আপনাদের দেখাবো। নিখুঁত ফিনিশিং সহকারে এটা তৈরি করা হয়েছে।

৬) এবার যে শাখা বাধানো টি আপনারা দেখতে চলেছেন সেটাতে সরু সরু তিনটে চ্যানেলের কাজের পাশাপাশি হার্ট শেপের ডিজাইন করা রয়েছে। এক কথায় অনবদ্য এই কালেকশনটি আপনারা বিয়ে বাড়ি থেকে শুরু করে সব জায়গাতেই ক্যারি করতে পারবেন।

৭) কলকার নকশার উপরে তৈরি একটা শাঁখা বাধানো এবার আপনাদের সামনে তুলে ধরব। ভীষণ সুন্দর এই ডিজাইনটা কিন্তু যে কোন অকেশনে পড়তে পারবেন।

৮) প্রতিবেদনের শেষে আরও একটা ময়ূরের মিনাকারি ডিজাইনের শাখা আপনাদের দেখাতে চলেছি। দারুন এই ডিজাইন টা কিন্তু যে কোন দিন আপনারা ক্যারি করতে পারেন তবে বিয়ের দিন পড়লে খুবই সুন্দর লাগবে।

Samanta jewellers
Contact:033-2557-2121

Back to top button