খুবই হালকা ওজনের মধ্যে নতুন ডিজাইনের ৭ টি মানতাসার কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: রেগুলার ইউজ হোক অথবা বিভিন্ন অকেশন সবকিছুতেই কিন্তু মানুষের প্রথম চাহিদা থাকে সোনার গয়না। আসলে এই সোনার সাথে বরাবর থেকেই কিন্তু মানুষের একটা ঐতিহ্য জড়িয়ে রয়েছে। সাধারণ মানুষ যেমন নিজেদের শখ মেটানোর জন্য সোনার গয়না কিনে থাকেন, তেমনভাবেই কেনেন
ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য।

আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি একেবারে লেটেস্ট ডিজাইনের মধ্যে কিছু ব্রাইডাল মানতাশার কালেকশন। আপনাদের যাদের ডিজাইনগুলো পছন্দ হবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হাতে নববধূরা মানতাশা পড়লে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। বিয়ের সিজন ছাড়াও এটা আপনারা কিন্তু অকেশন পারপাসেও পড়তে পারবেন।

নতুনত্বের মধ্যে বিশেষ কিছু সোনার মানতাসার ডিজাইন:

১) আজকের প্রতিবেদনের শুরুতেই যে মানতাশার বিশেষ ডিজাইনটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন। মাঝখানে খুব সুন্দর শঙ্খের মতন ডিজাইনের উপরে ফুল আর পাতা দিয়ে কাজ করা রয়েছে। দুই ধারে অনেকটা জালির মতন ডিজাইন করে বাঁধনীগুলো তৈরি করা হয়েছে। এটি আপনারা ৪৭ হাজার ৯০০ টাকার মধ্যে কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন।

২) দ্বিতীয় যে ডিজাইনটি আপনাদের দেখাচ্ছি সেটাও কিন্তু বেশ চওড়া প্রকৃতির একটা ডিজাইন। মাঝখানে অনেকটা বিস্কুটের মতন করা রয়েছে,তার উপরে রয়েছে খুব সুন্দর নকশা। আর দুই ধারে তিনটে করে চেইন দিয়ে বাঁধনি তৈরি করা হয়েছে। মোটামুটি ৬৯ হাজার টাকা এটার দাম পড়বে।

৩) এবার যে ডিজাইনটি আপনাদের দেখাতে চলেছি সেটার বেল্ট কিন্তু খুবই চওড়া দেখতে এবং মাঝখানের অংশটি খুবই ঘন ভাবে তৈরি করা হয়েছে। উপরের অংশটিতে খুব সুন্দর একটা কাজ করা রয়েছে। ৭৪ হাজার ৯০০ টাকার মধ্যে আপনারা সহজেই এটা তৈরি করে নিতে পারবেন।

৪) এবার যে ডিজাইনটি আপনারা দেখতে চলেছেন সেটা অনেকটা বেশ বেকিয়ে তৈরি করা হয়েছে। মাঝখানে খুব সুন্দর একটা ফুল বসিয়ে জালের মতন কাজ করা রয়েছে।। যেকোনো বয়সের মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এই ডিজাইন টা দারুন মানাবে। ৭৭৭০০ টাকার মধ্যে আপনারা এই ডিজাইন টা পেয়ে যাবেন।

৫) আমাদের এই প্রতিবেদনের পঞ্চম নম্বরে যে ডিজাইনটি আপনারা দেখছেন সেটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন। অনেকটা কুলো বা মন্দিরের চুড়ার মতন করে এই ডিজাইনটা তৈরি করা রয়েছে। এর দু’ধারে তিনটে করে চেন এবং মাঝখানে খুব সুন্দর একটা নকশা করা রয়েছে যেটা আপনারা ছবি বা ভিডিওতে দেখলেই খুব সহজে বুঝে যাবেন। ৮২ হাজার টাকা মোটামুটি আপনাদের এটা তৈরি করতে গেলে খরচ পড়বে।

৬) এবারে যে ডিজাইনটি আপনারা দেখছেন সেটারও কিন্তু মাঝের ডিজাইন টা খুবই অপূর্ব দেখতে। পুজো স্পেশাল কালেকশন হিসেবে আপনারা কিন্তু এটা সহজেই কিনে নিতে পারেন। ৮২২০০ টাকা এটার দাম পড়বে।

৭) কম বয়সী মেয়েদের কিন্তু এই ডিজাইন টা দারুন মানাবে। খুবই ইউনিক একটা ডিজাইন দু’ধারে অনেকটা বেকানো এবং মাঝখানে খুব সুন্দর ফ্লাওয়ারশেপে কাজ করা রয়েছে। যারা সিম্পলের মধ্যে একটু ইউনিক ডিজাইন খুঁজছেন তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। ৯০ হাজার ৫০০ টাকা কিন্তু এই ডিজাইনটার দাম পড়বে।

Back to top button