একদম হালকা ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ৬টি সোনার শাঁখা বাধানোর কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: আমাদের পোর্টালের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে এর আগেও বহু ধরনের সোনার গয়নার ডিজাইন আমরা পাঠক বন্ধুদের সামনে তুলে ধরেছি। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে। পাঠক বন্ধুদের চাহিদার কথা মাথায় রেখেই আজ আমরা নিয়ে চলে এসেছি কিছু লেটেস্ট ডিজাইনের সোনার শাঁখা বাধানোর কালেকশন। খুবই সুন্দর কারুকার্যের উপর আমাদের আজকের ডিজাইন গুলো রয়েছে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না।
১) আজকের এই প্রতিবেদনের শুরুতেই আপনাদের আমরা যে শাখা বাধানোর ডিজাইন দেখাচ্ছি তাতে হার্ট শেপে ছোট ডিজাইনে কাজ করা রয়েছে। ভীষণ হালকা ডিজাইনের মধ্যে এটা তৈরি করা হয়েছে আশা করি সকল মা-বোনেদেরই পছন্দ হবে।।




২) এবার যে দ্বিতীয় ডিজাইনটি আপনারা দেখতে চলেছেন তার মধ্যে কিছুটা সরু পাতের মতন আর কিছুটা আঁকাবাঁকা ডিজাইনে কাজ করা রয়েছে। মধ্য বয়স্ক মহিলারা এই ধরনের শাখা পরিধান করতে পারেন।
৩) এবার আপনারা যে শাঁখা বাধানো ডিজাইনটি দেখছেন তাতে এক ধরনের কলকার মতন নকশা করা রয়েছে এবং তার উপরে রয়েছে ধানের ছড়ার ঝিলে কাটা কাজ। অসাধারণ এই ডিজাইন টা কিন্তু বিয়ে বাড়িতে বা পুজো পার্বণের দিনের দারুন মানাবে।




৪) এবার যে শাখাটি আপনারা দেখছেন তার মধ্যে নানান ধরনের নকশা যেমন কিছুটা কল্কার মতন কিছুটা আঁকাবাঁকা নকশা আর কিছুটা হার্টসেপে ডিজাইন করা রয়েছে। এই শাখাটি দেখতে অনেক ভারী লাগলেও ওজন কিন্তু মাত্র ৩ গ্রাম।
৫) এবার আপনারা যে শাঁখা বাঁধানো ডিজাইনটি দেখছেন সেটি ডবল চ্যানেল শাখা অর্থাৎ শাখাটির মধ্যে পাশাপাশি শুরু করে দুটি চ্যানেল করা রয়েছে। রেগুলার ইউজের জন্য যে সমস্ত বিবাহিত মহিলারা ডিজাইনার শাখা নিতে চান তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন।




৬) আজকের এই প্রতিবেদনের সব শেষে আমরা আপনাদের যে শাখা বাধানোর কালেকশনটি দেখাবো সেটা একটা ময়ূর শাখার ডিজাইন। ব্রাইডাল কালেকশন হিসেবে বিয়ের দিনে আপনারা এটা পড়তে পারেন। দারুন একটা কালেকশন অবশ্যই ট্রাই করে দেখুন।
যে সমস্ত ডিজাইনগুলো আমরা আজ শেয়ার করে নিলাম এর মধ্যে যেমন রেগুলার ইউজের জন্য কালেকশন রয়েছে, ঠিক তেমনভাবেই কিন্তু মোটামুটি অকেশন বা বিয়েতে করার জন্যও ডিজাইন থাকছে। আপনারা আপনাদের চাহিদা মতন বেছে নিতে পারেন নিজেদের পছন্দের ডিজাইন।
অবশ্যই কোন কালেকশন টি সবথেকে বেশি ভালো লাগলো তা একটি কমেন্ট করে আমাদেরকে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সোনার গহনা কেনা বা বানানোর আগে আপনারা খেয়াল রাখবেন সঠিক হলমার্ক কাছে কিনা! তাহলে কখনোই ভবিষ্যতে ঠকতে হবে না।











