খুবই কম ওজনের মধ্যে ব্রাইডাল কালেকশনের ১১ টি কানের ঝুমকোর কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে দীর্ঘদিন ধরেই মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। একটা সময় মানুষ কিন্তু যে কোন অকেশন থাকলেই গহনা কিনতো। কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে এখন এটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন বেশিরভাগ জন কিন্তু শুধুমাত্র বিয়ের সিজন ছাড়া গয়না কিনতে চান না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের জন্য তাই বিয়ের সিজন স্পেশাল কিছু ব্রাইডাল কানের ঝুমকো কালেকশন শেয়ার করে নিতে চলেছি। কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
১) অনেকটা হাতির দাঁতের মতন ডিজাইন করে এই কালেকশনটা তৈরি করা হয়েছে। কানের দুলের নিচের অংশে ছোট্ট ঝুমকো বসানো রয়েছে।




২) ব্রাইডাল কালেকশন হিসেবে পুরো কান জুড়ে থাকা এই ঝুমকোটা আশা করছি আপনাদের ভালো লাগবে। অত্যন্ত নিখুঁতভাবে এটার উপর ম্যাট ফিনিশিং করে ঝিলে কাটা কাজ ফুটিয়ে তোলা হয়েছে।
৩) এবার যে ডিজাইনটা আপনারা দেখছেন সেটাও একটা কান ভরে থাকা ঝুমকো ডিজাইন। বিয়ের দিন অথবা রিসেপশনে এই ধরনের কলকার কাজ করা ডিজাইন ট্রাই করতে পারেন।




৪) ময়ূর ডিজাইনের মিনাকারি কাজ করা এই ঝুমকো আশা করছি আপনাদের ভালো লাগবে। এটার নিচের অংশে অনেকটা লটকনের মতন ডিজাইনও করা রয়েছে।
৫) এবার যে ডিজাইনটা আপনারা দেখছেন সেটা কিন্তু বেশ বড় দৈর্ঘ্যের একটা কানের দুলের ডিজাইন। উপরের অংশে ফ্লাওয়ার ডিজাইন এবং নিচের অংশে ছোট থেকে বড় ঝালরের মতন ঝুমকো তৈরি করা হয়েছে।




৬) সিম্পল ডিজাইনের মধ্যে ঝুমকো নিতে চাইলে এই ধরনের ডিজাইন ট্রাই করে দেখতে পারেন। কলকার ডিজাইনের উপর ঝিলে কাটা কাজ করে তৈরি করা হয়েছে।
৭) এবার যে কালেকশনটা আপনারা দেখছেন সেটা এক কথায় দুর্দান্ত একটা কলেকশন। যারা একটু প্যাঁচানো ডিজাইন পছন্দ করে থাকেন তারা এই ধরনের ঝুমকো তৈরি করতে পারেন।।




৮) আমাদের প্রতিবেদনের আট নম্বরে যে কালেকশনটা আপনারা দেখছেন সেটা অনেকটা উল্টানো ময়ূরের ডিজাইনে তৈরি করা হয়েছে। ময়ূরের পেখম অংশের সম্পূর্ণ মিনাকারি কাজ রয়েছে।
৯) ব্রাইডাল কালেকশন হিসেবে এই ঝুমকোটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। যেকোনো ভরাট ডিজাইনের চোকার নেকলেসের সাথে এই ধরনের লটকন দেওয়া ঝুমকো দারুন লাগবে।




১০) এবার যে ডিজাইন টা দেখছেন সেটা হাই পলিশের উপর ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা হয়েছে। যেকোনো উৎসব বা অনুষ্ঠানের মা বোনেরা পড়তে পারেন।
১১) সম্পূর্ণ ‘ইউ’ আকৃতিতে ঝালর ডিজাইন এর মধ্যে এই ঝুমকোটা তৈরি করা হয়েছে। নববধূদের কানে কিন্তু এই ধরনের ডিজাইন দারুন মানাবে। এটাই ছিল আমাদের প্রতিবেদনের একদম লেটেস্ট আর এক্সক্লুসিভ শেষ কালেকশন।











