খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ১০ টি সোনার চোকার নেকলেসের কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার গয়না পরিধান করতে পছন্দ করেন না এরকম মহিলা হয়তো চট করে দেখা যাবে না। বিয়ের সিজন হোক অথবা বছরের যে কোন বিশেষ দিন সুযোগ পেলেই কিন্তু গহনার দোকানের মহিলাদের ভিড় জমাতে লক্ষ্য করা যায়। তবে আজকাল যদিও এই মূল্যবৃদ্ধির বাজারে সোনার গয়না কেনাটা বেশ কঠিন বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তবে বিয়ের সিজনে কিন্তু অন্য কোন উপায়ও নেই।
যতই মূল্যবৃদ্ধি হোক না কেন এই সময় মানুষ চেষ্টা করে থাকেন বারংবার সোনার গয়না কেনার। আজকের এই বিশেষ প্রতিবেদনের তাই পাঠক বন্ধুদের চাহিদার কথা মাথায় রেখে আমরা এক্কেবারে হালকা ওজনের মধ্যে কিছু লেটেস্ট ডিজাইনের সোনার চোকার নেকলেসের কালেকশন আপনাদের দেখাবো।




যে ডিজাইনটি আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট করে রাখতে পারেন। এগুলো যেমন আপনারা রেডিমেড কিনে নিতে পারেন ঠিক তেমনভাবেই কোন শোরুম থেকে কিন্তু ডিজাইন দেখিয়ে বানিয়েও নিতে পারেন। তবে অবশ্যই গহনা কেনার আগে বা বানানোর আগে হলমার্ক যাচাই করে নিতে ভুলবেন না।
১) প্রতিবেদনের শুরুতেই আউল ডিজাইনের একটি পার্ল চোকার আপনারা দেখতে চলেছেন। হালকা সবুজ রঙের মিনাকারি কাজ করা রয়েছে এর মধ্যে। ১০,৪৯২ টাকায় কালেকশনটার আনুমানিক দাম পড়বে।




২) এবার যে পার্ল চোকারটি আপনারা দেখতে চলেছেন সেটা সম্পূর্ণ গিনি ডিজাইনে তৈরি করা হয়েছে। ২৮ হাজার ৭০০ টাকায় আপনারা এই কালেকশন টা পেয়ে যাবেন।
৩) হুবহু আগের ডিজাইনটার মতোই এই কালেকশন টাও তৈরি করা হয়েছে। ৩৪,৪৫০ টাকার মধ্যে এই কালেকশন টা আপনারা পেয়ে যাবেন।
৪) এবার যে কালেকশনটি দেখছেন সেটাও একটা গিনি ডিজাইন হলেও এতে নিচের অংশে অনেকটা লকেটের মতন হালকা স্টোনের কাজ করা রয়েছে। ২৪,৮০০ টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন।




৫) বাটারফ্লাই ডিজাইনের মধ্যে চোকার নিতে চাইলে অবশ্যই এই কালেকশনটা ট্রাই করে দেখতে পারেন। গিফটের জন্যও এটা কিন্তু দারুন একটা কালেকশন। কন্ঠ বরাবর ডিজাইনে হালকা মিনাকারি কাজ করা রয়েছে। দাম পড়বে ২১,৫৪৬ টাকা।
৬) এবার হার্ট সেপে যে চোকার আপনাদের দেখাতে চলেছি সেটা যে কোন অকেশনের দিনে আপনারা পড়তে পারবেন। মোটামুটি ১১,৮০০ টাকার মধ্যে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।
৭) যদি ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে চিক নিতে চান তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এটাও কিন্তু লেটেস্ট কালেকশনের মধ্যে পড়ছে। ১৩৪৫০ টাকার মধ্যে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন।।




৮) বক্স ডিজাইনের মধ্যে এবার আপনাদের একটা চোকার দেখাতে চলেছি। বেশ হালকা এই ডিজাইনটি ১০৫০০ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন।
৯) আরেকটা বাটারফ্লাই ডিজাইন দেখে নিন। এটার উপরেই সবুজ আর মেরুন রং এর ছোট্ট করে মিনা করা রয়েছে। ১১৩০০ টাকার মধ্যে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।




১০) আবার একটা আউল ডিজাইন আমাদের প্রতিবেদনের দশম স্থানে আপনাদের দেখাতে চলেছি। তবে এর কন্ঠ বরাবর যে লকেট রয়েছে সেটা কিন্তু অনেকটাই বড় আর ইউনিক প্রকৃতির। এটার দাম পড়বে ১৮৩২০ টাকা।
Purabi jewellers
P-159/1,CIT ROAD, scheme VIIM,
V.I.P Road,ultadanga, kolkata-700054
Mobile : 9830942254











