খুবই কম ওজনের মধ্যে দুর্দান্ত ডিজাইনের ১০ টি সোনার চেইনের কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ সময় ধরেই সাধারণ মানুষের সাথে সোনার গয়নার একটি আবেগের সম্পর্ক জড়িয়ে রয়েছে। বিয়ে বাড়ির সিজনের সবথেকে বেশি এই সোনার গয়নার চাহিদা থাকে। নববধূকে সাজানোর জন্য অথবা উপহার দেওয়ার জন্য কিন্তু নানান ধরনের গয়না এই সময় কেনা হয়।।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের জন্য বিয়ের সিজন স্পেশাল কিছু হালকা ওজনের মধ্যে চেইন লকেটের কালেকশন শেয়ার করে নেব। উপহার দেওয়ার জন্য কিন্তু একেবারে আদর্শ ডিজাইন হবে এগুলো। তাহলে আসুন আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক।




১) প্রতিবেদনের শুরুতেই পান পাতার শেপে তিনটে বল দিয়ে ড্রপের ডিজাইন করা একটা লকেটের কম্বিনেশন আপনাদের দেখাতে চলেছি। উপহার হিসেবে এটা ভীষণ সুন্দর ডিজাইন। আনুমানিক দাম ৩১,৯০০ টাকা।
২) এবার যে চেন আর লকেটের combination আপনাদের দেখাতে চলেছি সেটা অনেকটা হালকা নেকলেসের ডিজাইন এ তৈরি করা হয়েছে। তিনটে লেয়ারের চেনের মধ্যে ছোট থেকে বড় বল আটকানো রয়েছে এখানে। দাম পড়বে ৮১,১০০ টাকা।




৩) এবার যে চেনটি আপনারা দেখছেন সেটাই বিভিন্ন ধরনের নকশায় অল্টারনেটিভ কাজ করা রয়েছে।৭১,৯০০ টাকা দাম পড়বে।
৪) হার্ট সেপের মধ্যে ড্রপের কাজ করে এই গোল্ড চেনের ডিজাইন টা তৈরি করা হয়েছে। বিবাহিতা মহিলারা ছোটখাটো অনুষ্ঠানে এই ধরনের কালেকশন পড়তে পারেন। ৩৩,৫৫০ টাকা এই ডিজাইনটার দাম পড়বে।
৫) রেগুলার ইউজের জন্য যারা লকেট নিতে চাইছেন এই ধরনের বুটি ডিজাইন করা চেন আর লকেটের কম্বিনেশন নিতে পারেন। আনুমানিক দাম ৩১,৯০০ টাকা।




৬) যারা একটু ভারী ডিজাইন এর মধ্যে চেইন আর লকেট খুঁজছেন বিভিন্ন অকেশনে পড়ার জন্য তারা ফ্লাওয়ার ডিজাইনের এই কালেকশনটা ট্রাই করে দেখতে পারেন। ৬৭,৬০০ টাকা এটার দাম পড়বে।
৭) একটু ইউনিক ডিজাইন এর মধ্যে এই লকেট আর চেনের কম্বিনেশন তৈরি করা হয়েছে। অনেকটা অল্টারনেটিভ কাজ বা বিটের ডিজাইনের মাধ্যমে এই নকশা টা করা হয়েছে। ৬২৩০০ টাকা এই কালেকশন টার দাম।




৮) এবার যে কালেকশনটি আপনারা দেখছেন সেটা নেকলেসের আদলে তৈরি করা হয়েছে। ছোটখাটো অনুষ্ঠানের জন্য এই ধরনের প্যাঁচার ডিজাইন করা নেকলেস একদম আদর্শ। ৫৮,৫০০ টাকা এটার দাম পড়বে।




৯) যে চেনটি দেখছেন সেটার মাঝ বরাবর এবং দু সাইডে বলের মতন সামান্য কাজ রয়েছে। বিবাহিতা মহিলাদের রেগুলার ইউজের জন্য এই ধরনের চেন খুবই ভালো। ৪৭, ৫২০ টাকা এই কালেকশন টার দাম হবে।
১০) ঠিক আগের ডিজাইনটার মতন এই চেইন টাও তৈরি করা হয়েছে। তবে এখানে ঠিক কণ্ঠনালী বরাবর রয়েছে একটি ড্রপের কাজ। ৪১,৬৩৫ টাকা এই অসাধারণ ডিজাইন টা তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে।











