একেবারে হালকা ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ১০টি সোনার চুড়ির কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে বহু যুগ ধরেই মানুষের কিন্তু আবেগ জড়িয়ে রয়েছে। হাজারো সমস্যার পরেও কিন্তু এই আবেগ কখনো শেষ হওয়ার মতো নয়। আসলে এই হলুদ ধাতু বরাবর থেকেই ভারতীয় রীতিনীতি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত। বিয়ে থেকে শুরু করে বিশেষ দিন সবকিছুতেই সোনার ছোঁয়া দেখতে পাওয়া যায়।
নববধুকে সাজানোর জন্য হোক বা উপহার দেওয়ার জন্য সবকিছুতেই থাকে সোনা। মূল্যবৃদ্ধির বাজারেও এই নিয়মের খুব একটা পরিবর্তন ঘটে নি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে নিতে চলেছি রেগুলার ইউজের পাশাপাশি ব্রাইডাল কালেকশন হিসেবে কিছু সোনার চুড়ির ডিজাইন।




১) প্রতিবেদনের শুরুতেই যে বালার ডিজাইন টা দেখাতে চলেছি সেখানে বালি ফস্টিং এর সাথে ম্যাট ফিনিশিংয়ের কাজ রয়েছে। এতটা দুর্দান্ত কাজ কিন্তু চট করে দেখা যায় না।
২) যে দ্বিতীয় ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন সেটা ম্যাট ফিনিশিং এর উপরে ঝিলে কাটা কাজের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ আর লেটেস্ট কালেকশন।




৩) এবার যে বালার ডিজাইনটা আপনারা দেখছেন সেটার উপরে হাই পলিশ আর আলাদা করে একটা নকশা তৈরি করা হয়েছে। বিয়ের দিন আপনারা এই ধরনের ডিজাইনও ট্রাই করে দেখতে পারেন।
৪) এবার ঠিক বালার মতোই দেখতে আপনাদের দুটো চুড়ির ডিজাইন দেখাবো যেটার উপরে তারের কাজ করা রয়েছে। রেগুলার ইউজের জন্য বিবাহিত মহিলাদের কাছে পারফেক্ট কালেকশন।




৫) হাই পলিশের উপরে ছোট ছোট মটর দানার মতন কাজ করা রয়েছে এই বালা জোড়ায়। দুটো ছোট ছোট স্টোন এর মতন গোলাপি কালারের মিনাকারি কাজ ও আপনারা দেখতে পাবেন।।
৬) হেভি ডিজাইনের মধ্যে যারা বালা নিতে চান তারা সহজেই এই কালেকশনটা ট্রাই করে দেখতে পারেন। বিয়ের দিনের জন্য এই ধরনের ফ্লাওয়ার মোটিভের বালা একেবারে পারফেক্ট। মেরুন আর গোলাপি রঙের মিনাও এখানে রয়েছে।




৭) এবার আপনাদের মিনাকারি কাজ করার চারজোড়া চুড়ি দেখাতে চলেছি। অসম্ভব সুন্দর ডিজাইনের উপরে এটা তৈরি করা হয়েছে।
৮) ফ্লাওয়ার মোটিভের উপরের তারের কাজ করা এই ধরনের বালাও আপনাদের ভালো লাগতে পারে। বিয়ের দিনের জন্য নববধূর হাতে কিন্তু এই ধরনের ডিজাইন অত্যন্ত মানানসই।




৯) লাল আর সবুজ রঙের অর্ধচন্দ্রাকৃতি মিনা করা এই ধরনের একটা বালা আপনারা বিয়ের দিন পড়তে পারেন। অত্যন্ত চওড়া ডিজাইনের উপর এটা তৈরি করা হয়েছে।
১০) কঙ্কন এর মতন কাটার কাজে ছোট ছোট মটর দানা বসিয়ে এই বালা জোড়া তৈরি করা হয়েছে। এগুলো হলো একটা এক্সক্লুসিভ আর লেটেস্ট কালেকশন। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।











