১.৫ কাঠা জায়গার উপরে দেখে নিন সেরা একতলা বাড়ির ডিজাইন, খরচের পরিমাণ এবং পরিকল্পনা সহ রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে একটি অত্যন্ত মূল্যবান সম্পদ যেটা ছাড়া কখনোই কিন্তু জীবনের টিকে থাকা সম্ভব নয়। নিজেদের প্রতিষ্ঠিত করতে গেলে আপনাদের অবশ্যই একটা বাড়ির অর্থাৎ নিজস্ব মাথার উপর একটা ছাদের প্রয়োজন রয়েছে। বর্তমান যুগে দাঁড়িয়ে অনেকেই হয়তো রেডিমেড ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের উপর নির্ভর হয়ে পড়েছেন।

তবে সে সমস্ত কিছু না করেও আপনারা কিন্তু একটু চেষ্টা করলেই পরিকল্পনা সহকারে মনের মতন একটা বাড়ি তৈরি করে নিতে পারেন।। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটা দারুন বাড়ির ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। বাড়িটা তৈরি করতে গেলে মোটামুটি ১.৫ কাঠা জায়গার আপনাদের প্রয়োজন হবে।। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।

বাড়িটির সামনেই একটি খোলামেলা জায়গা অর্থাৎ পোরচ রাখা হয়েছে। এখান থেকে মূল প্রবেশপথ দিয়ে বাড়িতে প্রবেশ করলে আপনারা শুরুতেই পেয়ে যাবেন ড্রয়িং রুম। ড্রয়িং রুমের থেকে একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন সিঁড়ির ঘর কাম ডাইনিং রুম। খরচের কথা মাথায় রেখে এই দুটো কিন্তু একসঙ্গে রাখা হয়েছে।

সিঁড়ির নিচের যে ফাঁকা জায়গাটা থাকছে সেখানে ডিপ ফ্রিজ অথবা নরমাল ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। বাড়িটির বাঁদিকে অর্থাৎ ড্রয়িংরুমের ঠিক বামদিকে একটা মাস্টার বেডরুম এবং সঙ্গে এটাচ টয়লেট পেয়ে যাবেন।

বেডরুমটার সাথে বাড়ির সামনের অংশে আপনারা পেয়ে যাচ্ছেন বারান্দা। ড্রয়িং রুমের ঠিক ডান দিকেও একই রকমের একটি বেডরুম আর লাগোয়া বারান্দা রয়েছে। এবার এই বেড রুমের ঠিক পরেই একটা ছোট লবি করে কমন টয়লেট আর তার পাশে করা হয়েছে কিচেন।

কিচেন এবং সিঁড়ির ঘরের অংশের মধ্যে আরও একটু বেশি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে একটা ছোট্ট ঠাকুর ঘর আপনারা তৈরি করে ফেলতে পারেন। সবমিলিয়ে এই বাড়িটি তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে প্রায় ২০—২২ লক্ষ টাকার কাছাকাছি। ডিজাইন টি পছন্দ হলে অবশ্যই শেয়ার করে নিতে ভুলবেন না।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/DOrkETEF76I

Back to top button