একেবারে হালকা ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের কয়েকটি সোনার কানের দুলের ডিজাইন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরি যে কোন জিনিসই কিন্তু মহিলারা খুবই পছন্দ করে থাকেন। বলা যেতে পারে এই মূল্য বৃদ্ধির বাজারেও মানুষের সোনার প্রতি একটা আলাদা ভালোবাসা বর্তমান রয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা লেটেস্ট ডিজাইনের কিছু সোনার কানের দুলের কালেকশন শেয়ার করে নেব।
যদি আপনারা এই কালেকশনগুলো পছন্দ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে জানাতে ভুলবেন না। এর মধ্যে থেকেই নিজেদের পছন্দের ডিজাইন আপনারা খুব সহজে বেছে নিতে পারেন। তাহলে আর গহনার দোকানে গিয়ে নিজেদের পছন্দের ডিজাইন দেখতে কোন সমস্যা হবে না।




১) শুরুতেই একটা লম্বাটে ধরনের ডিজাইনের কানের দুল আপনাদের দেখাতে চলেছি যেটার মধ্যে খুব সুন্দর ভাবে চেইন আর বল দিয়ে কাজ করা হয়েছে।২০,৭২৮ টাকা এই কালেকশন টার দাম পড়বে।
২) এবার একটা চেইন দিয়ে কাজ করা ফানেল ডিজাইনের কানের দুল আপনাদের দেখাবো। ১৮,৮৫০ টাকার মধ্যে এই ধরনের একটা দুর্দান্ত কালেকশন আপনারা পেয়ে যাবেন।




৩) এবার হুবহু আগের ডিজাইনের মতোই একটা কানের দুল আপনাদের দেখাবো যেটা সাড়ে ৩ আনার মধ্যে থাকছে। হাই পলিশের কাজ করা হয়েছে এটার উপর যার দাম পড়বে ১৩১৯০ টাকা।
৪) রিং ডিজাইন এর মধ্যে একটা ছোট ছোট বল দিয়ে ট্র্যাডিশনাল ওয়ার্ক করা কানের দুল আপনাদের দেখাতে চলেছি।২০,৭২৮ টাকা এই ডিজাইনটার দাম পড়বে।




আজ আমরা যে সমস্ত কালেকশন গুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম প্রত্যেকটাই কিন্তু একেবারে লেটেস্ট ডিজাইনের উপর তৈরি করা হয়েছে। আশা করছি আপনাদের এই কালেকশনটা ভালো লাগবে এবং সহজেই এটা আপনারা ব্যবহার করতে পারবেন।।
প্রসঙ্গত অবশ্যই কিন্তু হলমার্ক না দেখে কখনো সোনার গয়না কিনবেন না। তাহলে ঠকে যেতে পারেন। সব সময় দৈনন্দিন দর যাচাই করে নেবেন গহনা কেনার আগে। এই ধরনের আরো ডিজাইন সম্পর্কে জানতে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।











