খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ৯টি সোনার পলা রিংয়ের কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার গয়না পরতে কমবেশি সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে থাকেন। যেকোনো অকেশনে অথবা বিশেষ কোন দিনগুলোতে মহিলাদেরও সোনার গয়নার দোকানে ভিড় জমাতে লক্ষ্য করা যায়।। একটা সময় পর্যন্ত যেহেতু খুব একটা দাম ছিল না সোনার তাই সাধারণ মানুষের কাছে গয়না তৈরি করাটাও কিন্তু সহজলভ্য ছিল।
তবে এখন পরিস্থিতি মানুষের জীবন অনেকটাই পরিবর্তিত করে দিয়েছে। ক্রমাগত মূল্য বৃদ্ধির বাজারে এখন আর সোনার কোনো ভারী গহনার কথা ভাবাই যায় না। বরং সোনার কারুকার্য করা বহু বিকল্প জিনিস এখন বাজারে জায়গা করে নিয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে রেগুলার ইউজ এবং গিফট পারপাসে সোনা বাঁধানো পলা রিং আপনাদের দেখাবো। দেখে নিন এই বিশেষ কালেকশনগুলো।




১) প্রতিবেদনের শুরুতেই সম্পূর্ণ ব্রাইট রেড কালারের পলার উপরে একটা বরফি কাটিং এর আংটি আপনাদের দেখাতে চলেছি। যেকোনো অকেশন পারপাস এটা ব্যবহার করতে পারবেন। ১,৫০০-২০০০ টাকার মধ্যে এই কালেকশনটা তৈরি করে নিতে পারবেন।
২) ঠিক একই রকম দামের মধ্যে হালকা বেগুনি কালারের একটা বরফি কাটিংয়ের পলা আংটি আপনারা পেয়ে যাচ্ছেন। কম বয়সী মেয়েদের হাতে পড়ার জন্য এটা একটা দারুন ডিজাইন।।




৩) এবার মোটামুটি ২০০০ টাকার মধ্যে একটা রয়াল ব্লু কালারের উপরে ফ্লাওয়ার এর কাজ করা পলা আংটি আপনাদের দেখাবো। এই ডিজাইনটা এতটাই দারুন যে বলে বোঝানো যাবেনা।
৪) ব্রাইট রেড কালারের উপর বরফি কাটিং এর কাজ করা আরো একটা পলারিং ডিজাইন দেখে নিন। এটা ওই একই দামের মধ্যেই থাকছে।




৫) ব্রাইট রেড কালার এর উপরে ফ্লাওয়ার মোটিভ বা কলকার নকশা করা এই পলা রিংটি আপনারা গিফট পারপাস দিতে পারেন।১৭০০ টাকা এটির আনুমানিক মূল্য।
৬) কলকার নকশা করা এবার একটা দারুন ডিজাইন আপনাদের দেখাবো। রেগুলার ইউজের জন্য এই পলা আংটিটা ট্রাই করা যেতে পারে।




৭) রয়াল ব্লু কালার এর উপরে ফ্লাওয়ার মোটিভ আর কলকার নকশা করা এই ডিজাইনটাও আশা করছি আপনাদের ভালো লাগতে পারে।১৭৫০ টাকার মধ্যে এই ধরনের একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন।




৮) হালকা বেগুনি রংয়ের উপরে একটা ফ্লাওয়ার মোটিভের ডিজাইন আপনাদের দেখাবো। এটারও দাম পড়ছে ১৭৫০ টাকা।
৯) চলে আসা যাক আমাদের প্রতিবেদনের সর্বশেষ কালেকশনে। রয়াল ব্লু কালার এর উপর এটাতে বরফি কাটিং এর উপর এক নিখুঁজ নকশা করা রয়েছে।এই পলারিংটিরও দাম পড়বে ১৭৫০ টাকা।











