খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ৯ টি সোনার শাখা এবং পলা বাধানোর কালেকশন দেখে নিন।









নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরি যে কোন জিনিসের প্রতি কিন্তু মহিলাদের একপ্রকার আলাদা আকর্ষণ রয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কিছু লেটেস্ট ডিজাইনের সোনার শাখা এবং পলার কালেকশন আপনাদের দেখাতে চলেছি। যদি আপনাদের কালেকশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে নিতে ভুলবেন না।
১) প্রতিবেদনের শুরুতেই একটা পেস্টিংয়ের পলা বাঁধানো আপনাদের দেখাতে চলেছি । ব্রাইট রেড কালারের উপরে সোনার কারুকার্য করে এটাকে তৈরি করা হয়েছে। ১৮০০০ টাকা এই কালেকশনটার আনুমানিক মূল্য।




২) এবার একটা ময়ূর ডিজাইনের উপরে শাখা বাধানো আপনাদের দেখাবো যেটা খুবই হালকা কাজের উপরে তৈরি করা হয়েছে। ৩৫ হাজার টাকা এই ডিজাইনটার দাম পড়বে।
৩) এবার একটা বাটারফ্লাই ডিজাইনের শাখা আপনাদের দেখাবো যেটার উপরে ম্যাট আর ঝিলের কম্বিনেশনে কাজ করা হয়েছে। ৪৫ হাজার টাকার মধ্যেই ডিজাইন টা পেয়ে যাবেন।




৪) এবার শাখার কাটিং এর উপর এই পলার কাজ করা সুন্দর সোনার কারুকার্যের কম্বিনেশনে তৈরি এই কালেকশনটাও আপনাদের ভালো লাগতে পারে। অফিস কাছারিতে পড়ে যাওয়ার জন্য কিন্তু এই ডিজাইন টা খুবই দারুণ। ৪০ হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন।
৫) চ্যানেল শাখার উপরে ছোট ছোট ওয়াটার ড্রপের কাজ করা একটা ডিজাইন আপনাদের দেখাতে চলেছি। ৩১ হাজার ৫০০ টাকার মধ্যে এই কালেকশনটা পেয়ে যাবেন।
৬) ম্যাট এবং ঝিলের কম্বিনেশনে এবার একটা চ্যানেল পলার ডিজাইন আপনাদের দেখাবো যেটার উপরে খুব সুন্দর ভাবে কারুকার্য করা হয়েছে।। ২০,৫০০ টাকার মধ্যে এই কালেকশন টা তৈরি করে নিতে পারবেন।




৭) এবার একটা কলকার নকশায় তৈরি শাখা বাধানো দেখাতে চলেছি যেটা যে কোন অকেশন পারপাস আপনারা ক্যারি করতে পারবেন। ৩০,৫০০ টাকার মধ্যে এই ডিজাইনটা আপনারা বানাতে পারেন।
৮) এবার ময়ূর ডিজাইন এর একটা শাখা বাধানো আপনাদের দেখাবো যেটা ৩৫ হাজার ৫০০ টাকার মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। বিয়ের দিন এরকম একটা ডিজাইন ক্যারি করতে পারেন।
৯) চলে আসা যাক আমাদের প্রতিবেদনের সর্বশেষ কালেকশনে। ডবল চ্যানেলের উপরে কলকার কাজ করে এই ডিজাইন টা তৈরি করা হয়েছে। আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।











