একদম কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ৮টি সোনার শাঁখা বাধানোর কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার গয়না পরতে পছন্দ করেন না এরকম মহিলা হয়তো খুব কমই রয়েছেন। যেকোনো উৎসব অনুষ্ঠানেই গহনার শোরুম গুলোতে ভিড় দেখলে আপনারা সোনার চাহিদার কথা একেবারে স্পষ্ট ভাষায় বুঝতে পারবেন। সনাতন ধর্মাবলম্বী বিরোধিতা মহিলাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি হাল ফ্যাশনের কিছু দারুণ শাখা বাধানোর কালেকশন। যারা সম্প্রতি শাখা বাধানো তৈরি করার কথা ভাবছিলেন আমাদের এই ডিজাইনগুলো দেখে কিন্তু পছন্দ করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে নিতে ভুলবেন না যাতে প্রতিবেদনটা সকলের কাছে পৌঁছোতে পারে।

১) প্রতিবেদনের শুরুতেই বেশ চওড়া ডিজাইনের মধ্যে ম্যাট আর ঝিলের কম্বিনেশন এর মাছ শাখা আপনাদের দেখাতে চলেছি। উপরে খুব সুন্দর করে মিনা কারি কাজ করা রয়েছে। বিয়ের দিনের জন্য এটা একেবারে আদর্শ কালেকশন।

২) এবার পাতের পাশাপাশি প্রদীপের মতন ডিজাইনের কাজ করা একটা শাখা বাধানো আপনাদের দেখাতে চলেছি। খুবই সুন্দর কারুকার্যের উপর এটা কেউ তৈরি করা হয়েছে।

৩) কলকার ডিজাইনের উপরে এই শাখা বাধানো টা তৈরি করা হয়েছে। খুবই লেটেস্ট ডিজাইন করা হয়েছে এটার উপরে যা সহজেই কিন্তু আপনারা বিয়ের দিন ট্রাই করতে পারেন।

৪) এবার একটা ট্রিপল চ্যানেল শাখা বাধানো আপনাদের দেখাবো। তিনটে লাইনে পাতের কাজ করে এই চওড়া ডিজাইনের শাখা বাধানো টা তৈরি করা হয়েছে।

৫) এবার খুব সুন্দর কাটিং এর কাজের মধ্যে একটা ডিজাইনার শাখা আপনাদের দেখাতে চলেছি যেটা সহজেই অকেশন পারপাস পরিধান করতে পারেন।

৬) এবার একটা মাছ শাখার ডিজাইন আপনাদের দেখাচ্ছি যার অন্য সাইডে পাতের কাজ করা রয়েছে। ম্যাট আর ঝিলের কম্বিনেশনে এই ডিজাইন টা তৈরি করা হয়েছে।

৭) এবার যে ডিজাইনার শাখাটি আপনারা দেখতে চলেছেন সেটার মধ্যে সরু পাতের কাজের পাশাপাশি ছোট ছোট প্রদীপের কাজ করা রয়েছে। দুর্দান্ত একটা ফিনিশিং দেওয়া রয়েছে এটার মধ্যে।

৮) সিম্পল ডিজাইনের মধ্যে পাত শাখা যারা নিতে চান এটা তাদের জন্য। লাল আর সবুজ রঙের মিনাকারি নকশা এটার মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।

Back to top button