একদম হালকা ওজনের মধ্যে ১১ টি সোনার কানের দুলের কালেকশন দেখে নিন।









নিজস্ব প্রতিবেদন: মহিলাদের একটি অত্যন্ত পছন্দের গহনা হল কানের দুল। অনেকেই আছেন যারা সোনার তৈরি বিভিন্ন ডিজাইনার কানের দুল পরতে খুবই পছন্দ করে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে সেই সমস্ত মা-বোনেদের জন্যই নিয়ে চলে এসেছি কিছু স্পেশাল কালেকশন। একদম হালকা ওজনের মধ্যে এই প্রত্যেকটা কালেকশন তৈরি করা হয়েছে তাই আশা করছি আপনাদের দাম অথবা জিনিস নিয়ে কোন সমস্যা হবে না।
যেকোনো উৎসবের দিনে অথবা বিশেষ কোনোদিনে উপহার দেওয়ার জন্য আপনারা খুব সহজেই কিন্তু এই কানের দুল গুলো ব্যবহার করতে পারবেন। আবার এর মধ্যে কোন ডিজাইন যদি আপনাদের বিয়ের গয়না হিসেবেও পছন্দ হয়ে থাকে তাহলেও খুব একটা অবাক হব না।যারা বেশ হালকা ডিজাইন পরিধান করতে পছন্দ করে থাকেন তাদের ভালো লাগবে। চলুন আর অপেক্ষা না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক।




১) প্রতিবেদনের শুরুতেই আপনাদের একটি কানবালা দেখাতে চলেছি যেটা খুব সিম্পল ডিজাইনের ঝিলে কাটা কাজ আর ড্রপের কাজে তৈরি করা হয়েছে। মাত্র ৩৩ হাজার ২০০ টাকার মধ্যে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।
২) ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে ড্রপের কাজ করা এই কানের দুলটাও কিন্তু উপহার দেওয়ার জন্য একটা আদর্শ কালেকশন। ৩৬৫০০ টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়বে।




৩) অনেকটা ছোট ছোট বিটের ডিজাইনে কানের দুলটা তৈরি করা হয়েছে। ২৬ হাজার ৬০০ টাকার মধ্যে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।
৪) কলকার ডিজাইনের সাথে ছোট ছোট তারের মতো কাজ করা এই কালেকশনটাও আপনাদের ভালো লাগতে পারে। ১৫০০০ টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়বে।




৫) খুবই সিম্পল ডিজাইনের মধ্যে আপনাদের একটা ঝুমকো দেখাতে চলেছি যেটা হয়তো কম বেশি সকলেরই পছন্দ হতে পারে। ২৯ হাজার ৫০০ টাকা এটার দাম পড়বে।
৬) এবার কলকা ডিজাইনের সাথে দুর্দান্ত ভাবে কাজ করা আরো একটা ঝুমকোর ডিজাইন আপনাদের দেখাতে চলেছি।৩৪,৩০০ টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়বে।




৭) ফ্লাওয়ার ডিজাইনের সাথে ড্রপের কাজ করা এই কানের দুলটাও আপনাদের ভাল লাগতে পারে। ৩১ হাজার ৩০০ টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়বে।
৮) একদম হালকা ডিজাইনের মধ্যে চেইনের কাজ করা কালেকশনটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই কানের দুলটির দাম পড়বে ৭৭০০ টাকা।




৯) চেনের সঙ্গে একটা সিঙ্গেল পাতার ডিজাইনে কাজ করা এই কালেকশনটাও আপনাদের ভালো লাগতে পারে। ১৯৫০০ টাকা এটার দাম পড়বে।
১০) পাতার ডিজাইনের সাথে সরু চেইন আর বলের কম্বিনেশনে কাজ করা এই কালেকশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিবেদনটি শেয়ার করে নিন। ৭৯০০ টাকা এটা আপনারা পেয়ে যাবেন।




১১) ফ্লাওয়ার ডিজাইনের সাথে সার্কুলার কম্বিনেশনের তৈরি এই চাঁদবালির কালেকশনটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। একটু হেভি ডিজাইন এর মধ্যে কানের দুল খুঁজলে আপনারা এই ধরনের ডিজাইন নিয়ে নেবেন। ৫৪ হাজার টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়বে।
Rakhal chandra dey Jewellers.
122,B.B GANGULY STREET, KOLKATA-12.
Contact – 9007510098.











