আধুনিক ডিজাইনের মধ্যে দুর্দান্ত কাজ করা ১০টি শাঁখা বাধানোর কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: গহনা পড়তে কিন্তু কমবেশি সকল মহিলারাই অত্যন্ত পছন্দ করে থাকেন। বিশেষ করে সেটা যদি সোনার তৈরি হয় তাহলে তো আর কথাই নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে কমবেশি সকলেই কিন্তু সোনার বিভিন্ন জুয়েলারি পরিধান করে থাকেন। আজ আমরা নিয়ে চলে এসেছি বিবাহিত মহিলাদের জন্য একটি বিশেষ প্রতিবেদন।

কারণ আজকের এই প্রতিবেদনে আমরা দেখাবো কিছু লেটেস্ট ডিজাইনার শাখার কালেকশন। অনেকেই আজকাল সোনার কারুকার্য করা শাখা অথবা পলা পরিধান করতে পছন্দ করে থাকেন। সেই সমস্ত পাঠক বন্ধুদের জন্য প্রতিবেদনটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে।

১) প্রতিবেদনের শুরুতেই আপনাদের যে কালেকশন টা দেখাবো সেটা বাটারফ্লাই ডিজাইনের তৈরি করা হয়েছে। এর ঠিক পিছনের দিকটা তে রয়েছে হার্ট আর বলের মতন ডিজাইন। উৎসব অনুষ্ঠানের দিনগুলোর জন্য এটা আদর্শ একটা কালেকশন।

২) এবার যে শাঁখা বাধানোটি দেখছেন আপনারা তাতে মুখের উপর দুর্দান্ত কাজ করা রয়েছে। কলকার শেপে থ্রি লেয়ারের নকশার পাশাপাশি এতে রয়েছে লাল সবুজ আর নীল রঙের মিনাকারীর নিখুঁত কাজ।

৩) একদম হালকা ডিজাইনের মধ্যে শাখা বাধানো নিতে চাইলে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। সরু পাতের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইনের ঝিলে কাটা কাজ করে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে ।

৪) একটু ইউনিক ডিজাইনের শাখা বাধানো নিতে চাইলে আপনারা হাতির মুখের মতন এই ডিজাইনটা ট্রাই করে দেখতে পারেন। সরু পাতের উপরে লাল আর নীল রঙের মিনা দিয়ে এটা তৈরি করা হয়েছে। হাই পলিশের কাজ যেন শাখাটিকে আরো বেশি করে ফুটিয়ে তুলেছে।

৫) আপনারা চাইলে ময়ূর ডিজাইনের মিনাকারি কাজের সাথে অল ওভার কাজ করা এই শাখা বাধানো টাও বিয়ের দিন ট্রাই করে দেখতে পারেন। নববধূদের হাতে কিন্তু এই কালেকশন দারুন মানাবে।

৬) রেগুলার ইউজের জন্য শাখা বাধানোর কালেকশন নিতে চাইলে ঝিলেকাটা কাজের উপর পাত বসানো এই শাখা বাধানো টা আপনাদের ভালো লাগতে পারে।

৭) মিনাকারি ময়ূর ডিজাইনের পাশাপাশি পাতার কাজের উপর এই শাখাটিকে তুলে ধরা হয়েছে। বিশেষ দিনগুলোতে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন।

৮) এবার যে শাঁখা বাঁধানো টি আপনারা দেখছেন সেটার গোটা গায়ে পাতের কাজ এবং ঠিক মুখের কাছে দুটো বলের উপরে লাল রঙের মিনাকারি কাজ রয়েছে। এত দারুন আর ট্রাডিশনাল কাজ কিন্তু চট করে দেখা যায় না।

৯) এবার যে কালেকশনটি আপনারা দেখছেন সেটার মুখের কাছে জালের কাজ এবং বাদবাকি শাখার গায়ে বিভিন্ন ধরনের নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এটাও বেশ সুন্দর একটা কাজ।

১০) চলে আসা যাক আজকের প্রতিবেদনের সবথেকে সুন্দর আর শেষ ডিজাইনে। এখানে ফুল আর পাতার মিশেলের সাথে বক্স ডিজাইনে পাতের কাজ করে শাখাটিকে তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর আর ইউনিক এই কালেকশনটি আশা করছি আপনাদের পছন্দ হবে।

Back to top button