একেবারে কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ১০টি ফাঁপা চুড়ি বা বালার কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার গয়না পড়তে ভালোবাসেন না এরকম মানুষ বোধহয় নেই। বিশেষ কোন দিনে অথবা বিয়ের সময় মহিলাদের প্রথম পছন্দ সোনা। যদিও মূল্যবৃদ্ধির বাজারে আজকাল আর মানুষ অতটা ভারী করে না তৈরি করতে পারেন না আগের মত! তবে টুকটাক কেনাকাটা তো চলতেই থাকে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি কিছু লেটেস্ট ডিজাইনের বালা বা ফাঁপা চুড়ির কালেকশন। চলুন দেখে নেওয়া যাক।

১) প্রতিবেদনের শুরুতেই হাই পলিশের উপর কাজ করা দুজোড়া চুড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে নেব। খুব সুন্দর একটা গ্লসি ফিনিশিং দিয়ে এটা তৈরি করা হয়েছে।১,৯২,৮০০ টাকা এই অসাধারণ কালেকশন টার দাম পড়বে।

২) একটি দুই মুখো বালার কালেকশন আপনাদের সাথে শেয়ার করে নেব। রেগুলার ইউজের জন্য আপনারা এই ধরনের একটা কালেকশন কিনে নিতে পারেন। ৯৮,০০০ টাকা এই অসাধারণ কালেকশন টার দাম পড়বে।

৩) দুমুখী বলের ডিজাইনে আপনাদের আবারো একটা বালার কালেকশন দেখাবো যেটা রেগুলার ইউজার জন্য একেবারে আদর্শ। মোটামুটি এক ভরি ওজনের মধ্যেই এই কালেকশনটা তৈরি করা হয়েছে। ১,১৮,০০০ টাকা এই অসাধারণ কালেকশন টার দাম পড়বে।

৪) একটা চিকন চুড়ির কালেকশন আপনাদের দেখাবো। এটাও রেগুলার নিউজের জন্য ব্যবহার করা যেতে পারে। দুর্দান্ত এই ডিজাইন টার দাম পড়বে ১,২০,০০০ টাকা।

৫) এবার একটা বল মুখের বালার ডিজাইন দেখাবো যেটার উপরে খুব সুন্দর করে ঝিলে কাটা কাজ ফুটিয়ে তোলা হয়েছে।১,৪২,২০০ টাকা এই অসাধারণ ডিজাইনটার দাম পড়বে।

৬) এবার রোজ গোল্ড করা একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে নেব যেটা রেগুলার ইউজ এর পাশাপাশি ছোটখাটো অকেশানেও আপনারা পরতে পারবেন।১,৮৫,০০০ টাকা এই কালেকশন টার আনুমানিক মূল্য।

৭) রোজ গোল্ড করা আরো একটা ডিজাইন আপনাদের দেখাবো যেটার মধ্যে বালি ফস্টিং এর কাজও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।২,৪৮,০০০ টাকা এই কালেকশন টার আনুমানিক মূল্য।

৮) একটু সরু ডিজাইনের মধ্যে রেগুলার ইউজের চিকন চুড়ি যদি আপনারা নিতে চান এরকম একটা কালেকশন ট্রাই করতে পারেন।১,০৪,০০০ টাকা এই দুর্দান্ত ডিজাইন টার দাম পড়বে।

৯) মনিপুরী বালার একটা ডিজাইন আপনাদের এবার দেখাতে চলেছি যেটার মধ্যে খিল দেওয়া রয়েছে। ব্রাইডাল কালেকশন হিসেবে এরকম একটা ডিজাইন আপনারা কাজে লাগাতে পারেন।১,০৫,০০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

১০) এবার সম্পূর্ণ বলের ডিজাইনের সাথে ছোট ছোট মটর দানার মধ্যে কাজ করা একটা ব্রেসলেট বা বালার ডিজাইন আপনাদের দেখাতে চলেছি। ৭৯,৪০০ মধ্যেই ডিজাইন টা পেয়ে যাবেন যেটা সিঙ্গেল পিস ও আপনারা পরিধান করতে পারবেন।

Back to top button