খুবই কম ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ৯ টি সোনার কানের ঝুমকোর ডিজাইন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরি গহনার প্রতি বরাবর থেকেই মহিলাদের কিন্তু একপ্রকার আলাদা আবেগ আর ভালোবাসা জড়িয়ে রয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে লেটেস্ট ডিজাইনের কিছু কানের ঝুমকোর কালেকশন আপনাদের দেখাবো যা যেকোনো অকেশন থেকে শুরু করে গিফটপারপাসে সহজেই ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক ডিজাইন গুলি।

১) প্রতিবেদনের শুরুতেই একটা চেনের কাজ করা ঝুমকো আপনাদের দেখাতে চলেছি। এটার মধ্যে কালো রঙের মিনাকারি কাজ করা রয়েছে খুব সুন্দর ভাবে। একটু ইউনিক ডিজাইন ট্রাই করতে চাইলে এটা দেখতে পারেন।

২) এবার স্টোনের ডিজাইন করা একটা কানের ঝুমকো আপনাদের দেখাবো। খুবই লেটেস্ট একটা ডিজাইনে এটা তৈরি করা হয়েছে যা গিফট পারপাস এ দেওয়ার জন্য একেবারে আদর্শ।

৩) সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি সোনার এই ঝুমকো টাও আপনাদের বেশ ভালো লাগতে পারে যেটার মধ্যে বিভিন্ন ধরনের বলের মতন আর স্টোনে কাজ করা রয়েছে। কোন অকেশানে আপনারা ক্যারি করতে পারেন।

৪) আমাদের প্রতিবেদনের চার নম্বরে যে ডিজাইন টা আপনারা দেখছেন এটাও হুবহু আগের ডিজাইনের মতোই তৈরি করা হয়েছে যা এক কথায় দুর্দান্ত। কমবয়সী মেয়েদের কানে কিন্তু এই ধরনের ঝুমকো দারুন মানাবে।

৫) সাউথ ইন্ডিয়ান স্টাইলে এই ধরনের একটা ঝুমকো কিন্তু আপনারা ক্যারি করতে পারেন যেটার মধ্যে স্টোন এর কাজ করা রয়েছে। খুবই হালকা ওজনের মধ্যে সোনার এই ঝুমকোটা তৈরি করা হয়েছে।

৬)ফ্লাওয়ার মোটিভের মধ্যে সিম্পল ডিজাইনের ঝুমকো যারা খুঁজছেন তাদের জন্য এটা একেবারে আদর্শ। খুবই হালকা ডিজাইনের মধ্যে এটাকে তৈরি করা হয়েছে।

৭) কলকার ডিজাইনের উপরে বিভিন্ন রঙের মিনা কারি করে এই কানের দুলটা তৈরি করা হয়েছে।যে কোন রকমের অকেশনে এরকম একটা ঝুমকো আপনারা ক্যারি করতে পারেন।।

৮) শাড়ির সাথে মানানসই একটা মিনাকারী ঝুমকো আপনাদের দেখাচ্ছি যেটা নিচের দিকে পার্লের কাজ করা রয়েছে। এটাও কিন্তু একটা লেটেস্ট আর ইউনিক ডিজাইন।

৯)ঠাসা ওয়ার্কের মধ্যে যারা ঝুমকো খুঁজছেন এই ডিজাইন টা শুধুমাত্র তাদের জন্য। ভীষণ ইউনিক কাজের উপরে এটাকে তৈরি করা হয়েছে।।

Back to top button