হালকা ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের সোনার নেকলেসের ৭ টি কালেকশন দেখে নিন।









নিজস্ব প্রতিবেদন: সোনার গহনা হলো এমন একটি জিনিস যা কমবেশি সকলেই কিন্তু পরিধান করতে অত্যন্ত পছন্দ করে থাকেন। তবে বহু মানুষ এমন রয়েছেন যারা মূল্য বৃদ্ধির কারণে হয়তো আজকালকার বাজারে আর সোনার গয়না কিনতে পারেন না। কিন্তু বিয়ের সিজানে গহনা না কিনেও তো উপায় নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠকদের জন্য শেয়ার করে নেব কিছু লেটেস্ট ডিজাইনের সোনার নেকলেসের কালেকশন। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক ডিজাইনগুলো।
১) প্রতিবেদনের শুরুতেই একটা খুব সুন্দর টারসেল দিয়ে ডিজাইন করা সোনার নেকলেস আপনাদের দেখাবো। বিয়ের দিন খুব সহজেই আপনারা এটা পরিধান করতে পারেন দারুন দেখতে লাগবে।৩০,০০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।




২) এবার অনেকটা লকেটের মতন কাজ করা একটা নেকলেস আপনাদের দেখাবো। এটাও কিন্তু বিয়ের দিন আপনারা ট্রাই করতে পারেন। ৩৫ হাজার ৫০০ টাকার মধ্যে এই ডিজাইন টা পেয়ে যাবেন।
৩) এবার টারসেলের মধ্যে তৈরি কলকার নকশা করা একটা হালকা ওজনের নেকলেস আপনাদের দেখাতে চলেছি। ২১ হাজার ৫০০ টাকার মধ্যেই এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।




৪) এবার একটা বিদেশি কালেকশন আপনাদের দেখাবো যেটার উপর কাঠির মতন ডিজাইন করা হয়েছে। ২৪ হাজার টাকা এই কালেকশন টার দাম পড়বে।
৫) একেবারে হালকা ওজনের মধ্যে গায়ে হলুদ অথবা আইবুড়ো ভাতের জন্য নেকলেস নিতে চাইলে এই কালেকশনটা ট্রাই করতে পারেন। ১৮৫০০ টাকা এটার দাম পড়বে।




৬) সম্পূর্ণ চেনের মধ্যে ড্রপের কাজ করা নেকলেস আপনারা ট্রাই করে দেখতে পারেন। যারা একেবারেই হেভি লুক রাখতে চান না, তাদের জন্য এটা ছোটখাটো অনুষ্ঠান পারপাস খুবই ভালো ডিজাইন। ১৪৫০০ টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন।
৭) কানের দুলের সাথে সেট করা এবার একটা কালেকশন আপনাদের দেখাবো যেটাও আপনারা টারসেল দিয়ে পড়তে পারবেন। রিসেপশনের দিন একদম হালকা গয়না হিসেবে এটা ট্রাই করতে পারেন যার দাম পড়বে
১৯৫০০ টাকা।











