মাত্র ১ গ্রাম থেকে আধুনিক ডিজাইনের সোনার কানের দুলের ১০টি কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে বরাবর থেকেই মানুষের কিন্তু এক প্রকার আলাদা আবেগের যোগাযোগ রয়েছে। একটা সময় পর্যন্ত মানুষ খুব সহজেই সোনার গয়না কিনতে পারতো। তবে মূল্যবৃদ্ধির বাজারে বর্তমানে সেটা একেবারেই অসম্ভব।
কিন্তু বিভিন্ন অকেশন বা অনুষ্ঠানের দিনগুলোতে সোনার গয়না না হলে কিন্তু চলেও না। আজ আমরা নিয়ে চলে এসেছি মাত্র এক গ্রাম থেকে কিছু হালকা ডিজাইনের মধ্যে সোনার কানের দুলের কালেকশন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু প্রতিবেদনটি বেশি করে শেয়ার করে নিতে ভুলবেন না।




১) আমাদের আজকের এই প্রতিবেদনের শুরুতেই খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের সাথে খাঁজ কাটা ডিজাইনের মেলবন্ধনের একটা কানের দুল আপনাদের দেখাতে চলেছি। পাঁচ গ্রাম ওজনের এই কানের দুলের দাম পড়বে ২৭,২০০ টাকা।
২) কলকা ডিজাইনের মধ্যে ঝিলে কাটা কাজ সহ এই কানের দুলটা তৈরি করা হয়েছে।২.৪১ গ্রাম এটার ওজন এবং দাম পড়বে ১৪,০৫০ টাকা।




৩) অনেকটা শঙ্কুর মতন ডিজাইনে এবার একটা ইউনিক কানের দুল আপনাদের দেখাতে চলেছি। যেকোনো উৎসব বা অনুষ্ঠানের দিনে আপনারা এটা পড়তে পারবেন। ৩.৬১ গ্রাম এটার ওজন রয়েছে এবং দাম পড়বে ২০,২০০ টাকা।
৪) এবার যে কানের দুলটি আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা দুই ধাপের ডিজাইন করা ঝুমকোর কালেকশন। এটার কিন্তু একটু বেশি ওজন রয়েছে এবং আনুমানিক খরচ পড়বে ৪৩,১০০ টাকা।




৫) এবার একেবারে হালকা ওজনের মধ্যে একটা পাতার ডিজাইনে কানের দুল আপনাদের দেখাতে চলেছি। ১.৩২ গ্ৰাম এটার ওজন এবং আনুমানিক দাম ৮,২০০ টাকার কাছাকাছি।
৬) এবার যে কালেকশনটি দেখছেন সেটা দুটো ফ্লাওয়ার এর ডিজাইনের সাথে চেনের কাজ করে তৈরি করা হয়েছে। এই কানের দুলটির ওজন থাকছে ৩.৪৫ গ্ৰাম। এই কানের দুলটি তৈরি করতে গেলে আপনাদের মোটামুটি খরচ করতে হবে ১৯২৫০ টাকা।




৭) যারা গায়ে হলুদের দিন বা রিসেপশনে পড়ার জন্য কানবালা নিতে চান তারা অবশ্যই এই কালেকশনটা দেখতে পারেন। বেশ ভরাট ডিজাইনের মধ্যে ছোট ছোট ফুলের কাজ এটা তৈরি করা হয়েছে। দাম পড়বে প্রায় ৪৮,৩৫০ টাকা।
৮) এবার যে কালেকশনটি আপনারা দেখছেন সেটা ত্রিভুজের শেপের সাথে সরু চেনের কাজে তৈরি করা হয়েছে। মোটামুটি হালকা ওজনের এই কানের দুলটির দাম পড়বে ২৩,৬০০ টাকা। আপনারা চাইলে এটাকে উপহার হিসেবেও দিতে পারেন ভালো লাগবে।




৯) একেবারে হালকা ডিজাইনের মধ্যে সিম্পল ঝুমকো নিতে চাইলে অবশ্যই এই ডিজাইনটা দেখতে পারেন। উপহার হিসেবে কিন্তু এটা বেশ মিষ্টি একটা কালেকশন। আনুমানিক দাম পড়বে ২৮,৩৫০ টাকা।
১০) এবার যে কানের দুলটি দেখছেন সেটা খুবই হালকা ওজনের মধ্যে একটা লম্বাটে ধরনের সেপে তৈরি করা। দাম রাখা হয়েছে মোটামুটি ৯,৫০০ টাকা।











