নামমাত্র পুঁজিতে এই মেশিন কিনে শুরু করুন ভবিষ্যতের সেরা ব্যবসা, বছরে আয় হবে ৬০ লক্ষ টাকার কাছাকাছি









নিজস্ব প্রতিবেদন: উপার্জনের ক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সমস্ত মাধ্যমগুলো সাধারণ মানুষের কাছে বিশেষ ভাবে উল্লেখযোগ্য তার মধ্যে রয়েছে ব্যবসা। আমাদের আশেপাশে বহু ধরনের ব্যবসা রয়েছে যেগুলো সহজেই শুরু করা যেতে পারে। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করে নেব যা একদম স্বল্প খরচে শুরু করতে পারবেন।
পাঠক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই ব্যবসাটি হতে চলেছে আপনার ভবিষ্যতের সেরা ব্যবসা। যারা ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন ভুল করেও আজকের প্রতিবেদন টা মিস করবেন না। তাহলে কিন্তু বহু প্রয়োজনীয় তথ্য আপনার হাতছাড়া হয়ে যেতে পারে।




মূল পর্বে যাওয়ার আগে জানিয়ে রাখি আজ আমরা শেয়ার করে নিতে চলেছি ফ্লাই অ্যাশের ব্রিক বা ইট তৈরির ব্যবসার কথা। একদম কম খরচে ঘরবাড়ি বা যে কোন কাজ করার জন্য বর্তমানে এবং ভবিষ্যতে এই ইটের ব্যাপক রকমের চাহিদা রয়েছে। শুধুমাত্র একটা মেশিন কিনেই প্রাথমিক অবস্থায় আপনারাই ব্যবসাটা শুরু করতে পারবেন তাই কোন ঝামেলা নেই।।
ফ্লাই অ্যাশের ইটস তৈরির ব্যবসা শুরু করতে গেলে আপনাকে প্রথমেই একটা সেমি অটোমেটিক মেশিন কিনে নিতে হবে যার দাম পড়বে মোটামুটি ৫০০০০ টাকা। ঠিক একই রকম দামে আপনারা ম্যানুয়াল মেশিনও পেয়ে যাবেন তবে সেটা কিনে খুব একটা লাভ নেই। কারণ ম্যানুয়াল মেশিনের দামের একটু আধটু পার্থক্য থাকলেও এর প্রোডাকশন হবে খুবই কম যা ব্যবসায়ীদের জন্য মোটেও সুবিধাজনক নয়।




এই সেমি অটোমেটিক মেশিনের মধ্যে আপনারা চারটে ডাইস পেয়ে যাবেন তাই একবারে চারটে ইট তৈরি হয়ে বেরিয়ে আসবে। ডাইস ইটের স্ট্যান্ডার্ড সাইজ এই তৈরি করা হয়েছে। মোটামুটি তিন হাজার থেকে পাঁচ হাজার পিস আপনাদের প্রোডাকশন থাকবে এই মেশিন থেকে। বাড়ির ডোমেস্টিক কানেকশনেই কিন্তু এই মেশিন চলবে আলাদা করে কোন রকমের লাইন দেওয়ার প্রয়োজন পড়বে না।




এই ব্যবসা শুরু করার জন্য ট্রেড লাইসেন্স এবং জিএসটি ফাইন্ডিং ছাড়া আর বিশেষ কোনো রকমের government application এর প্রয়োজন হবে না। এই মেশিন থেকে ইট তৈরি করার পরে আপনারা সরাসরি অন্য কোন কারখানার কাছে বা ইটভাটার কাছে বিক্রি করতে পারেন।
চাইলে একটু বেশি মূলধন বিনিয়োগ করে এগুলোকে সরাসরি নিজেদের ভাটা থেকেও মার্কেটে ছাড়তে পারেন। যদি এই ব্যবসা শুরু করতে আগ্রহী থাকেন তাহলে আপনাকে নিচের দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে সমস্ত বিস্তারিত কথা বলে নিতে হবে। আশা করছি আপনাদের কোন রকমের সমস্যা হবে না।
Royal machinery
Eser mineral complex
Muragacha,jugberia, Sodepur road , opposite lokenath mandir, Madhyamgram.
Kolkata – 700110
Contact :7980111516/8910085500.











