মাত্র ১৬ হাজার টাকায় এই মেশিন কিনে শুরু করুন ব্যবসা, প্রতি মাসে ইনকাম হবে ২০ হাজার টাকা









নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যবসা এমন একটা রাস্তা যেটার সাহায্যে খুব সহজেই নিজেদের জীবনে স্বাবলম্বী হওয়া যেতে পারে। একটা সময় পর্যন্ত দেশের বাজারে চাকরির অবস্থা খুব ভালো থাকায় তখন কোন সমস্যা ছিল না।
কিন্তু এখন যেভাবে দিন প্রতিদিন চাকরির সংখ্যা কমে গিয়ে দেশে বেকারত্ব ছড়িয়ে পড়ছে, তাতে সাধারণ মানুষের কাছে ব্যবসা ছাড়া আর দ্বিতীয় কোন বিকল্প নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই পাঠক বন্ধুদের জন্য একটা দারুন ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক এই বিশেষ প্রতিবেদন।




আজকের এই বিশেষ প্রতিবেদনে দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন প্রোডাক্ট নিয়ে ব্যবসার কথা আমরা বলব।এটি হল স্লিপার তৈরীর ব্যবসা। বাচ্চা থেকে বড় সকলের কাছেই কিন্তু এই স্লিপারের চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে আর এর বাজারে বিক্রিও খুব বেশি।
সুতরাং আপনারা যদি এই ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ নিয়ে কখনোই চিন্তার মুখোমুখি পড়তে হবে না। স্লিপার তৈরির ব্যবসা শুরু করার জন্য আপনাদের একেবারে কম দামে একটি ম্যানুয়াল মেশিন কিনে নিতে হবে যেটা সম্পূর্ণ মানপাওয়ার এর উপর নির্ভর করে চলবে।




এই ম্যানুয়াল মেশিনটির দাম পড়বে ১৬ হাজার টাকা। মাত্র ১৬ হাজার টাকায় এই মেশিনটা কিনে আপনারা প্রাথমিক অবস্থায় ব্যবসার কাজ শুরু করতে পারবেন। এর থেকে ঘন্টায় যা প্রোডাকশন হবে তাতে মোটামুটি মাস গেলে আপনারা ২০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।
এই মেশিন কোথা থেকে কিনবেন সেই সম্পর্কেও আমরা প্রতিবেদনের একদম শেষে আলোচনা করে দেব। এই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যদি আপনারা মেশিন কেনেন, তাহলে কিন্তু ইনস্টলেশন এবং প্রশিক্ষণ সহ সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন।




স্লিপার তৈরীর ব্যবসা এক কথায় অত্যন্ত লাভজনক তাই চিন্তার কোন কারণ নেই।মেশিনের সাথে আপনারা বিভিন্ন ধরনের ডাইস পেয়ে যাবেন খুব সহজেই। এই ডাইস গুলো কিন্তু বিভিন্ন ধরনের স্লিপার তৈরিতে আপনাদের সাহায্য করবে।
Royal machinery
Eser mineral complex
Muragacha,jugberia, Sodepur road , opposite lokenath mandir, Madhyamgram.
Kolkata – 700110
Contact :7980111516/8910085500.











