বাংলার বুকেই এই প্রপার লোকেশনে কিনে ফেলুন একেবারে জলের দামের জমি, না দেখলে পস্তাবেন পরে









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই কিন্তু নিজেদের একটা বাসস্থান তৈরি করার কথা চিন্তাভাবনা করছেন। যার জন্য একটা ভালো লোকেশনের জমি ভীষণভাবে কিন্তু আপনাদের প্রয়োজন। একটা সময় মানুষের মধ্যে খুব একটা জমির চাহিদা ছিল না। কারণ তখন জমি পাওয়াটা খুব একটা কঠিন ছিল না। কিন্তু চূড়ান্ত ঘনবসতীর যুগে মূল্য বৃদ্ধির কারণের দিন প্রতিদিন মানুষের কাছে কিন্তু এই জমির খোঁজ খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ভালো লোকেশনের মধ্যে জমি পেতে হলে সেটা অনেক ক্ষেত্রেই সাধারণ মধ্যবিত্ত মানুষের বাজেটের বাইরে চলে যায়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সমস্ত দিক মাথায় রেখেই একটি নতুন জমির খোঁজ আপনাদের দেখাবো।চলুন তাহলে আর দেরি না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক।




আমাদের আজকের লোকেশন হল গুসকরা, যেখান থেকে কমবেশি ১২ কিলোমিটার দূরত্বেই রয়েছে ৩০ বিঘা সালি জমি। গুসকরা -মানকর বাস রোডের পাশেই রয়েছে এর অবস্থান। জমিটির ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন কম বেশি ৩০০ ফুট। সাথে জল আর ইলেকট্রিকের সুবন্দোবস্ত আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। যেকোনো প্রজেক্ট বা বড়সড়ো বাগান বাড়ি তৈরি করার জন্য খুবই উপযুক্ত হলো এই জমি। এই জমির একদিকে এইচপি পেট্রোল পাম্প এবং অন্যদিকে রয়েছে ভারত পেট্রোল পাম্প।




এই জমি থেকে অভিরামপুর বাজার, ব্যাংক এটিএম এবং অন্যান্য বেশ কিছু সুবিধা রয়েছে মাত্র ৯০০ মিটারের দূরত্বের মধ্যেই। ছাড়াও আপনারা পেয়ে যাবেন আনন্দপুর বাজার এবং এসবিআই ব্যাংক এক কিলোমিটার এর মধ্যে।এই জমিটার যোগাযোগ ব্যবস্থাও কিন্তু খুবই সুন্দর। গুসকরা রেলওয়ে স্টেশন থেকে অটো বা টোটো করে খুব সহজেই আপনারা এই জমিতে পৌঁছে যেতে পারবেন।
এখান থেকে মানকর হাটতলা বাজার আপনারা পেয়ে যাবেন মাত্র ৯ কিলোমিটার দূরত্বে। সমস্ত দিক বিবেচনা করে এখানে প্রতি শতক জমির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৫ হাজার টাকা। যদি আপনারা জমিটি কিনতে আগ্রহী থাকেন তাহলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সমস্ত কথা বলে নিতে পারেন।
Contact : 9073145145











