কলকাতার খুব কাছেই এই প্রপার লোকেশনে একেবারে জলের দামে কিনে নিন জমি, না দেখলেই করবেন বড় সুযোগ মিস









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেদের ভবিষ্যতের জন্য অথবা বর্তমানের প্রয়োজনে জমি কেনাকাটা করছেন। এই তালিকায় যেমন মধ্যবিত্ত সাধারণ মানুষ রয়েছেন ঠিক তেমনভাবেই রয়েছেন বহু উচ্চবিত্ত শ্রেণীর মানুষ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু সকলের একটা ভালো লোকেশনের জমি কে কেন্দ্র করে সমস্যায় পড়েছেন।
সকলেই একটু শহরের যান্ত্রিকতার বাইরে একটা নিরিবিলি মনোরম পরিবেশের মধ্যে জমির খোঁজ করছেন যাতে বাড়ি বানিয়ে ভবিষ্যতে শান্তিতে বসবাস করতে পারেন।। বিশেষত যারা বাগানবাড়ি বা ফার্ম হাউস করার জন্য জমি খুঁজছেন তারা সর্বদা চেষ্টা করেন একটু গ্রামের দিকে জায়গা নেওয়ার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ঘনবসতীর এই যুগে আপনারা জায়গা পাবেন কোথায়! তাইতো আমরা নিয়ে চলে এসেছি আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। কলকাতার খুব কাছেই আজ আমরা এক বিঘা জমি বিক্রি সম্পর্কে আপনাদের জানাবো।




এই জমিটি বারুইপুরে অবস্থিত। গ্রামের মধ্যবর্তী অংশের একেবারে পিচ রাস্তার পাশেই রয়েছে এই জমিটি। বড় গাড়ি না হলেও যেকোনো ছোট দুই চাকার যানবাহন আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। খুব সুন্দর পরিবেশের মধ্যে যারা বাড়ি তৈরি করতে চান এটা তাদের জন্য একেবারে আদর্শ একটি জমি। জল বা ইলেকট্রিকের কোন সমস্যা এখানে নেই।




যদিও এই এক বিঘা জমির দাম জানা যায়নি। তার জন্য আপনাকে ফোন করে বিস্তারিত কথা বলে নিতে হবে। আশা করছি এক্ষেত্রে আপনাদের কোন সমস্যা হবে না। প্রসঙ্গত এই জমির ক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা করে কোন ব্রোকারেজ দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। এই ধরনের রেডিমেড বাড়ি অথবা জমির আপডেট পেতে চাইলে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।
Contact :9775161614.











