কলকাতার বুকেই এই প্রপার লোকেশানে কিনে নিন জলের দামে জমি, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: জমি হল মানুষের কাছে এমন একটা সম্পদ যেটা ছাড়া বাড়ি বানানো থেকে শুরু করে নিজেদের ইচ্ছে মতন যে কোন প্রজেক্ট হোক কোনটাই তৈরীর কথা কিন্তু ভাবা যায় না। একটা উপযুক্ত লোকেশনে বাজেট ফ্রেন্ডলি জমি ছাড়া মানুষ কখনোই কিন্তু নিজেদের কাজ শুরু করতে পারবেন না।

আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম একটা জমির খোঁজ করতে গিয়ে বেশ অসুবিধার মধ্যে পড়েছেন। তবে আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের সমস্যা নিমেষেই সমাধান করে তুলতে পারে। কলকাতার বুকেই একটা প্রপার লোকেশনে আজ আপনাদের জমি দেখাবো। চলুন সময় নষ্ট না করে প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।

আজ আমরা পৌছে গেছি কলকাতার মেট্রো সিটি গড়িয়ার উপহার কমপ্লেক্স এর নিকটে। এখানে ৪০ ফুট পিচ রোডের পাশেই রয়েছে সাড়ে চার কাঠা রেসিডেন্সিয়াল ল্যান্ড। এই লোকেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন কম বেশি দেড় কিলোমিটার দূরত্বে এবং গড়িয়া রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন কমবেশি ২ কিলোমিটার দূরত্বের মধ্যেই।

হাতের নাগালে আপনারা এখানে পেয়ে যাবেন স্কুল,কলেজ,ব্যাংক, এটিএম, বাজার থেকে শুরু করে সবকিছুই। যে জমিটি আপনাদের দেখাচ্ছি সেটা হল শালি জমি যার আশেপাশে হাইরাইজ বিল্ডিং রয়েছে।

জমিটির অন্যদিকে পেয়ে যাবেন আরও একটি বারো ফুটের রাস্তা। জল বা ইলেক্ট্রিসিটি সংক্রান্ত কোনো সমস্যাও কিন্তু এখানে নেই। জমির খুব নিকটেই আপনারা পেয়ে যাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে অটো বা টোটো ধরে খুব সহজেই আপনারা এই লোকেশনে চলে আসতে পারবেন। প্রতি কাঠা এখানে জমির দাম নির্ধারণ করা হয়েছে ৩০ লক্ষ টাকা।
Call / whatsapp :9073145145

Back to top button