কলকাতার বুকেই এই প্রপার লোকেশনে কিনে নিন একেবারে জলের দামে জমি, ভুলেও করবেন না এই সুযোগ হাতছাড়া









নিজস্ব প্রতিবেদন: বাড়ি তৈরি করা হোক অথবা নিজেদের কোন স্বপ্নের প্রজেক্ট প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু জমির বিশেষভাবে প্রয়োজন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বিগত বেশ কিছু সময় ধরে একটা ভালো লোকেশনে কমদামের মধ্যে জমি কেনার কথা ভাবছেন।
তাদের জন্য আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি কিন্তু খুবই কাজে লাগতে পারে। কারণ আজ আমরা কলকাতার খুব কাছেই একটা দারুণ লোকেশনে পাঠক বন্ধুদের ভালো জমি দেখাতে চলেছি তাও আবার খুবই কম দামের মধ্যে। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।।




আজকের লোকেশন হল সোনারপুর। এখানে যে জমিটি রয়েছে তাতে আপনারা অবাক জলপান মিষ্টির দোকানের পাশ দিয়ে যেতে পারেন আবার অতুলচন্দ্র গার্লস হাই স্কুলের পাশ দিয়েও যেতে পারবেন খুব সহজে। এখানে জমির পরিমাণ থাকছে মোট ৩.৫ কাঠা।
এটা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল ল্যান্ড এবং আপনারা আজ কিনে কাল থেকেই কিন্তু এখানে বাড়ির কাজ শুরু করে দিতে পারবেন। আশেপাশে যেহেতু অনেক বাড়িঘর রয়েছে এবং পরিবেশ খুবই ভালো, তাই আপনাদের কোন রকমের অসুবিধা হবে না এ কথা স্পষ্ট বলা যায়।।




জল বা ইলেক্ট্রিসিটি সংক্রান্ত কোনো সমস্যা এখানে নেই। একেবারে মেন রোডের উপরেই সোনারপুরের মতন প্রিমিয়াম লোকেশনে এই জমিটি রয়েছে।হাতের নাগালের মধ্যেই এখানে আপনারা পেয়ে যাবেন স্কুল, কলেজ, বাজার, ব্যাংক, এটিএম সহ অন্যান্য সুযোগ-সুবিধা। সম্পূর্ণ জমিটির মূল্য এখানে নির্ধারণ করা হয়েছে ৬০ লক্ষ টাকা। যদি আপনারা এটি কিনতে আগ্রহী থাকেন তাহলে দেরি করে সময় নষ্ট করবেন না।
Contact :9073145145











