বাংলার বুকেই এই প্রপার লোকেশনে কিনে নিন জলের দামে জমি, ভুলেও করবেন না এই সুযোগ হাতছাড়া









নিজস্ব প্রতিবেদন: জমি হল মানুষের কাছে একটি অত্যন্ত মূল্যবান সম্পদ। বাড়ি তৈরি হোক অথবা নিজেদের স্বপ্নের কোন প্রজেক্ট এর কাজ কোনটাই কিন্তু একটা ভালো জমি ছাড়া সম্ভব হয়ে ওঠেনা। বর্তমান সময়ে অর্থাৎ মূল্য বৃদ্ধির বাজারে একটা ভালো লোকেশনের জমি খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার।
তাই মাঝে সাঝেই পাঠকদের সুবিধার্থে আমরা বিভিন্ন ধরনের জমির খোঁজ নিয়ে এসে থাকি। আজও নিয়ে চলে এসেছি তেমনই একটি প্রতিবেদন। যদি আপনি সম্প্রতি জমি কিনতে আগ্রহী থাকেন তাহলে ভুল করেও কিন্তু এই প্রতিবেদন টি মিস করবেন না। তাহলে হাতছাড়া হয়ে যেতে পারে দারুন সুবর্ণ একটি সুযোগ।




আমাদের আজকের লোকেশন অবস্থিত বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের বিখ্যাত পর্যটনকেন্দ্র শুশুনিয়া পাহাড় থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে। এক কথায় এটা হল সুন্দর মন জুড়িয়ে যাওয়া পরিবেশ। এই জায়গাটি থেকে ছাতনা রেলওয়ে স্টেশন কমবেশি ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
তেমনভাবেই এখান থেকে অন্ডাল জংশন রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন কম-বেশি ৩৭ কিলোমিটার দূরত্বের মধ্যেই। ১৮ ফুট রাস্তার পাশেই এখানে রয়েছে আমাদের জমি। এখানে আপনারা একসঙ্গে পেয়ে যাচ্ছেন ৯ বিঘা উঁচু জমি।




জমির পাশেই প্রচুর আবাসন এবং ইলেকট্রিক পোল রয়েছে তাই আপনাদের কিন্তু কোন রকমের অসুবিধা হবে না। বাগানবাড়ী অথবা রিসোর্ট বানানোর জন্য এই জমি দারুণ উপযুক্ত। আবার যদি কেউ ইনভেস্টমেন্ট পারপাসেও জমি কেনার কথা ভাবছেন তাহলেও এটা খুব একটা খারাপ হবে না।




ছাতনা–শুশুনিয়া ছাতনা–রানীগঞ্জ অথবা দুর্গাপুর–শুশুনিয়া গামী যে কোন বাসে উঠে আপনারা এই লোকেশনে চলে আসতে পারবেন। এখান থেকে কমবেশি নয় কিলোমিটার দূরত্বের মধ্যেই পেয়ে যাচ্ছেন লক্ষনপুর বাজার। সেখানেই ব্যাংক এটিএম থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে।
প্রতি বিঘা জমির দাম এখানে নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ লক্ষ টাকা। জমিটি দেখার পর যদি কেনার আগ্রহ হয় সেক্ষেত্রে প্রতিবেদনের নিচে থাকা নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact :9073145145











