বাংলার বুকেই এই প্রপার লোকেশনে কিনে ফেলুন জলের দামে জমি, না দেখলে পস্তাবেন পরে









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে সকল মানুষ কিন্তু বাড়ি তৈরি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কাজের জন্য ভালো জমির সন্ধানে রয়েছেন। তবে আজকালকার যুগে দাঁড়িয়ে একটা ভালো জমি খুঁজে বের করাটা কিন্তু সোজা ব্যাপার নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ভালো লোকেশনে জমি খুঁজতে গিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষের বাজেট অনেকটাই হাতের বাইরে চলে যায়। যার ফলস্বরূপ ইচ্ছে থাকলেও আর নিজেদের স্বপ্ন পূরণ করা হয়ে ওঠেনা।
তবে আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত কিছুর সামঞ্জস্য বজায় রেখেই একটা ভাল লোকেশনের জমির ঠিকানা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এরকম একটা প্রপার লোকেশনে যে এত কম দামে জমি পাওয়া যেতে পারে সেটাই আপনাদের ধারণার বাইরে! চলুন এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।




আমাদের আজকের লোকেশন হল কলকাতার সোনারপুর এলাকা। এখানে ৮ ফুট রোডের পাশেই রয়েছে ৫ কাঠা রেসিডেন্সিয়াল ল্যান্ড। এখানে হাতের নাগালেই আপনারা পেয়ে যাবেন বিডিও,বিএলআরও অফিস, সোনারপুর মহাবিদ্যালয়, ব্যাংক এটিএম বাজারসহ অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা।এই লোকেশন থেকে কবি নজরুল মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন কমবেশি সাড়ে পাঁচ কিলোমিটার দূরত্বে।তেমনভাবেই সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন আড়াই কিলোমিটার দূরত্বের মধ্যেই।




এটি কিন্তু উঁচু জমি তাই আপনাদের আলাদা করে মাটি ভরাট করার জন্য কোন খরচ করতে হবে না। ইতিমধ্যেই এই জমিটির আশেপাশে অন্য জমিতে বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। জল বা ইলেক্ট্রিসিটি সংক্রান্ত কোনো সমস্যা এখানে নেই। বাড়ি বানানোর জন্য অথবা ভবিষ্যৎ ইনভেসমেন্ট এর জন্য এই জমি কিন্তু হতে চলেছে একেবারে আদর্শ। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে অটো ধরে খুব সহজেই এই লোকেশানে আপনারা চলে আসতে পারবেন।
আবার চাইলে সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন থেকেও আপনারা একটা অটো করে সোনারপুর মহাবিদ্যালয় চলে আসতে পারেন। ওখান থেকে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের মধ্যেই আপনারা জমির কাছে পৌঁছে যাবেন। প্রতি কাঠা এখানে জমির দাম নির্ধারণ করা হয়েছে ৭ লক্ষ টাকা অর্থাৎ ৫ কাঠা জমির দাম পড়বে ৩৫ লক্ষ টাকা।। আপনারা যারা জমিটি কিনতে আগ্রহী রয়েছেন বা দেখতে চান নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলতে পারেন।
Contact :9073145145











