বাংলার বুকেই এই প্রপার লোকেশনে কিনে নিন খুবই সস্তায় জমি, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: বাড়ি তৈরি করা থেকে শুরু করে কোন কাজ কিন্তু একটা ভালো লোকেশনে জমি ছাড়া হতে পারেনা। ধরুন আপনি একটা নিজের মনের মতন বাড়ি করছেন অথচ আশেপাশের পরিবেশ ভালো নয় কেমন লাগবে! আজকের এই বিশেষ প্রতিবেদনের তাই আমাদের পাঠক বন্ধুদের জন্য আমরা নিয়ে চলে এসেছি খুবই কম দামে দারুন জমির খোঁজ।

মূল্য বৃদ্ধির বাজারে যদিও কম দামে ভালো জমি পাওয়াটা একেবারেই অসম্ভব। তবে আমাদের এই প্রতিবেদন গুলো ফলো রাখলে কিন্তু আপনার কিছুটা হলেও সুরাহা হতেই পারে। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আমাদের আজকের লোকেশন হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিদ্যাধরপুর। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চেপে যার দূরত্ব মাত্র ৩৫ মিনিট। এই স্টেশনের কাছেই বাড়ি বানানোর একটা উপযুক্ত জমি রয়েছে আপনাদের জন্য। সুন্দর গ্রামীন পরিবেশের মাঝে ৮ ফুট ঢালাই রাস্তার পাশেই রয়েছে এই জমিটি। এখানে মোট জমির পরিমাণ হল ২ কাঠা। জমির অপরদিকে ছয় ফুটের একটা রাস্তা আপনারা পেয়ে যাবেন।

জমিটির আশেপাশে যেহেতু অনেক বাড়িঘর রয়েছে তাই আপনাদের কিন্তু বাড়ি তৈরি করার কাজ শুরু করতে আর দেরি করতে হবে না। জল বা ইলেক্ট্রিসিটি সংক্রান্ত কোনো সমস্যাও এখানে নেই। সোনারপুর জংশন থেকে টোটো করে সহজেই চলে আসতে পারবেন এই লোকেশনে। হাঁটা পথে মাত্র এক মিনিট দূরত্বের মধ্যেই পেয়ে যাচ্ছেন বিদ্যাধরপুর স্টেশন।

আর এখানেই পেয়ে যাবেন বাজার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটিএম স্কুলসহ ইত্যাদি সমস্ত সুযোগ সুবিধা। প্রতি কাঠা জমির দাম এখানে নির্ধারণ করা হয়েছে ৩ লক্ষ টাকা। এই জমিটি কিনতে আগ্রহী থাকলে অথবা অন্য কোন বিস্তারিত তথ্য জানতে চাইলে নিচের দেওয়া নম্বরে ফোন বা whatsapp করে নিতে পারেন।
Contact: 9073145145

Back to top button