কলকাতার খুব কাছেই এই লোকেশনে কিনে নিন একেবারে জলের দামে জমি, ভুলেও হাতছাড়া করবেন না এই সুযোগ









নিজস্ব প্রতিবেদন: মানুষের কাছে প্রাথমিক চাহিদার মধ্যেই রয়েছে খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের চাহিদা। খাদ্য এবং বস্ত্র নিজের চেষ্টায় সংগ্রহ করা গেলেও বাসস্থানের ক্ষেত্রে কিন্তু মানুষকে অনেকটাই ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়।
কারণ ভালো একটা লোকেশনে জমি না পেলে কোন ভাবেই কিন্তু বাড়ি তৈরি করার কাজ শুরু করা সম্ভব নয়।। তবে আমাদের এই বিশেষ প্রতিবেদন গুলোর মাধ্যমে আজ পর্যন্ত অনেক জমির খোঁজ কিন্তু আমরা নিয়ে এসেছি। আজও একটা দারুন লোকেশন এর জমি আপনাদের দেখাবো। আশা করছি এই প্লট টা আপনাদের খুবই পছন্দ হবে।




আমাদের আজকের লোকেশন হল দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর ব্লকের রাধানগর। এখানে ১৬ ফুট ক্যানেল রোডের পাশেই রয়েছে ৩০ কাঠা রেসিডেন্সিয়াল ল্যান্ড। এখানকার মন জুড়িয়ে যাওয়ার মতন খোলামেলা পরিবেশ নিঃসন্দেহে আপনাদের মুগ্ধ করবে।
এই লোকেশন থেকে সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন যেমন কমবেশি সাড়ে চার কিলোমিটার দূরত্বে, তেমনভাবেই লিভার ফাউন্ডেশন হসপিটাল পেয়ে যাচ্ছেন কমবেশি সাড়ে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে। এটি মূলত চাষের জমি তবে আশেপাশে বেশকিছু বাড়িঘর রয়েছে।




গড়িয়া-আড়াপাঁচ অটোস্ট্যান্ড থেকে এই জমি মাত্র ২০০ মিটার দূরত্বে অবস্থিত। নিজেদের স্বপ্নের বাড়ি অথবা বাগানবাড়ি কিংবা যে কোন প্রজেক্ট আপনারা নিশ্চিন্তে এখানে কিন্তু শুরু করতে পারেন।। যদি আপনারা ইনভেসমেন্ট পারপাসেও কিনে রাখতে চান তাহলেও এই জমি একেবারে আদর্শ। ভবিষ্যতে এই জমি আপনাকে ভালো রিটার্ন এনে দেবে তাতে কোন সন্দেহ নেই।




সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে অটো ধরে খুব সহজেই রাধানগর স্কুল মোড়ে চলে আসতে পারবেন। সেখান থেকে কমবেশি পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবেন জমিতে। এখান থেকে গড়িয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। অন্যদিকে কবী সুভাষ মেট্রো স্টেশন রয়েছে মাত্র ৮ কিলোমিটারের মধ্যে। এই জমি থেকে মাত্র দুই কিলোমিটার এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন গঙ্গা-যোয়ারা মোড়।
এখানে বাজার, স্কুল, ব্যাংক,এটিএম, নার্সিংহোম সহ সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেয়ে যাবেন।প্রতি কাঠা জমির দাম এখানে নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ২৫ হাজার টাকা। যদি আপনাদের জমিটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিয়ে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact:9073145145











