বাংলার বুকে এই প্রপার লোকেশনে কিনে ফেলুন খুবই সস্তায় জমি, না দেখলে মিস করবেন

নিজস্ব প্রতিবেদন: বাড়ি তৈরি থেকে শুরু করে যে কোন প্রয়োজনীয় কাজ সবকিছুর জন্যই কিন্তু জমির প্রয়োজন। তবে আজকালকার যুগে অর্থাৎ মূল্য বৃদ্ধির বাজারে কিন্তু ভাল লোকেশনে জমি পাওয়াটা খুব একটা সোজা কথা নয়। কিন্তু পাঠকদের সুবিধার্থে আমরা মাঝেসাজেই কিন্তু নানান ধরনের জমির খোঁজ নিয়ে এসে থাকি। আজও নিয়ে চলে এসেছি তেমনি একটি প্রতিবেদন। আপনারা যারা সম্প্রতি জমি কেনার কথা ভাবছেন ভুল করেও কিন্তু এই প্রতিবেদনটা মিস করবেন না।

আমাদের আজকের লোকেশন হল সোনারপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে কমবেশি ৫ কিলোমিটার দূরেই রয়েছে ২ কাঠা জমি। জমির পাশেই ১৬ ফুটের পিচ রাস্তা রয়েছে। জমিটির উপরে কিন্তু একটা ছোট মতো ঘরও করে দেওয়া রয়েছে। আর চারপাশে খুব ভালোভাবে বাউন্ডারি দেওয়া রয়েছে। এই জমির পাশেও কিন্তু প্রচুর বাড়িঘর আর ইলেকট্রিকের সুব্যবস্থা রয়েছে। রাজপুর বাজার থেকে কমবেশি 10 মিনিটের দূরত্বের মধ্যেই রয়েছে এই জমি। হাতের মুঠোয় আপনারা পেয়ে যাবেন স্কুল, কলেজ, শপিং মল বাস স্টপেজ প্রভৃতি সমস্ত সুযোগ সুবিধা।

এই জমির যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু খুবই সুন্দর। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কমবেশি ৮ কিলোমিটার এর ব্যবধানে রয়েছে এই জমি। টোটো বা অটো করে এখান থেকে খুব সহজেই পৌছে যাবেন চৌহাটি মোড়ে। এখান থেকে খুব সহজেই মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন জমিতে। এই জমির দাম নির্ধারণ করা হয়েছে ২৫ লক্ষ টাকা। যারা জমিটি কিনতে আগ্রহী রয়েছেন নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact :9073145145

Back to top button