বাংলার বুকেই এই প্রপার লোকেশনে কিনে নিন একেবারে সস্তায় জমি, ভুল করেও করবেন না এই সুবর্ণ সুযোগ হাতছাড়া









নিজস্ব প্রতিবেদন: বাড়ি তৈরি থেকে শুরু করে নিজেদের কোন প্রয়োজনীয় কাজ কিন্তু জমি ছাড়া সম্ভব হয় না। ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য অনেকেই আজকাল জমি কিনে থাকেন। তবে যদি আশেপাশের লোকেশন মনের মতন বা ভালো না হয় তাহলে কেমন লাগে বলুন তো!
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের মেনরোডের পাশেই একটা দুর্দান্ত জমি দেখাতে চলেছি। যারা সম্প্রতি নিজেদের কোন বিশেষ কাজের জন্য জমি কিনতে চাইছেন নিশ্চিন্তে আমাদের এই প্রতিবেদনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিন। আশা করছি এই প্রতিবেদনটি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম হবে।




মানকর রেলওয়ে স্টেশন থেকে কমবেশি তিন কিলোমিটারের দূরত্বের মধ্যেই রয়েছে ৬০ কাঠা জমি। এই জমিটি হাইওয়ের ঠিক পাশেই অবস্থিত। জমিটি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বের মধ্যেই রয়েছে ভারত পেট্রোল পাম্প। এখান থেকে সোজাসুজি আপনারা খুব সহজেই মানকর বিএড কলেজে পৌঁছে যেতে পারবেন।
এখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে মানকর কলেজ এবং হসপিটাল। হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে নিজেদের কোন প্রজেক্ট এর কাজ অথবা স্বপ্নের ফার্ম হাউস তৈরি করার জন্য এই জমি আপনাদের পক্ষে একেবারে আদর্শ একটা লোকেশন।




আসুন এবার এই জমিটির যোগাযোগ ব্যবস্থা সম্পর্কেও একটা স্বচ্ছ ধারণা তৈরি করা যাক। মানকর রেলওয়ে স্টেশন থেকে বাসে অথবা টোটো করে সহজেই পৌঁছে যেতে পারবেন এই লোকেশনে। দেড় কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে মানকর হাটতলা বাজার।
এই বাজারের কাছেই আপনারা পেয়ে যাবেন ব্যাংক, এটিএম, স্কুল এবং হাসপাতাল সহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা। প্রতি কাঠা এই জমির দাম নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ টাকা। আপনারা যারা জমিটি কিনতে আগ্রহী রয়েছেন নিশ্চিন্তে আমাদের দেওয়া নিজের নম্বরে সরাসরি যোগাযোগ করে কথা বলে নিতে পারেন।
Contact : 9073145145











