বাংলার বুকে এই লোকেশনে কিনে নিন খুবই সস্তায় জমি, না দেখলে করবেন বড় সুযোগ হাতছাড়া









নিজস্ব প্রতিবেদন: মানুষের প্রাথমিক চাহিদার মধ্যেই রয়েছে বাসস্থান তথা জমির চাহিদা। বাসস্থান এবং জমি এই দুটো শব্দই কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। আপনি যদি ভাল লোকেশনের মধ্যে বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রয়োজন হবে একটি ভালো জমির। তবে বর্তমানে মূল্যবৃদ্ধি এবং ঘন জনবসতির যুগে সাধারণ মানুষের পক্ষে কিন্তু এটা খুবই কষ্টের ব্যাপার।
ভালো লোকেশনে জমিয়ে এখন কিন্তু আর কম দামের মধ্যে চট করে পাওয়া যায় না। তবে এই সব কিছুর মাঝেও আমরা কিন্তু পাঠক বন্ধুদের জন্য প্রায় সময় নিয়ে চলে এসেছি বিভিন্ন লোকেশনে কম দামের মধ্যে জমির খোঁজ। আজও আপনাদের জন্য এই বিশেষ প্রতিবেদনে রয়েছে একটি জমি বিক্রির ঠিকানা। চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা আজকের এই প্রতিবেদনটির মূল পর্বে যাওয়া যাক।




পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে কমবেশি ৫৬ কিলোমিটার দূরে রয়েছে মোট আড়াই বিঘা জমি। ৪০ ফুট ন্যাশনাল হাইওয়ে থেকে কমবেশি ৫০০ মিটার দূরত্বের মধ্যেই রয়েছে এই জমিটির অবস্থান।জমিটির পাশেই রয়েছে একটি কুড়ি ফুটের রাস্তা। কুড়ি ফুট রাস্তা বরাবর এই জমির ফ্রন্ট পেয়ে যাবেন কম বেশী ১০০ ফুট।
একদম কম খরচে বাগানবাড়ি অথবা নিজেদের স্বপ্নের প্রজেক্ট শুরু করার জন্য এই জমি কিন্তু আপনাদের জন্য একদম আদর্শ। একটু নিরিবিলি পরিবেশে যারা বসবাস করতে চান তারা কিন্তু সহজেই এখানে চলে আসতে পারেন। যেহেতু ন্যাশনাল হাইওয়ের উপর অবস্থিত তাই নিজেদের কোন বড় প্রজেক্ট এর কাজ শুরু করলেও আপনাদের কোন সমস্যা হবে না। যারা ইনভেসমেন্টের জন্য জমি খুঁজছেন তারাও এগিয়ে আসতে পারেন।




এই জমির যোগাযোগ ব্যবস্থা একদিক থেকে খুবই ভালো। এখান থেকে কমবেশি ২৬ কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে বাঁকুড়া জংশন রেলওয়ে স্টেশন। বাঁকুড়া জংশন থেকেই আপনারা খুব সহজে বাসে করে এই লোকেশনে চলে আসতে পারবেন। জমির নিকটেই রয়েছে হরিদ্রা বাজার। আর এখানেই পেয়ে যাবেন ব্যাংক, এটিএম, স্কুল প্রভৃতি অন্যান্য সুযোগ-সুবিধা। জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বিঘা ১.৫ লক্ষ টাকা। আগ্রহী ব্যক্তিরা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact : 9073145145
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/cbmDZJobKWI











