কলকাতার খুব কাছেই এই লোকেশনে খুবই সস্তায় কিনে নিন ভালো দোতলা বাড়ি, ভুলেও করবেন না এই সুযোগ হাতছাড়া

নিজস্ব প্রতিবেদন: আপনাদের মধ্যে অনেকেই হয়তো একটা ভালো বাড়ির খোঁজে রয়েছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে। যারা এই কর্মব্যস্ত জীবনে প্রতিনিয়ত ওঠা পড়ার কারণে নিজেরা দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করতে পারেন না তাদের জন্যই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। খুবই দারুণ একটা লোকেশনের মধ্যে আজ আমরা একান্তই কম দামে একটা দোতলা বাড়ি বিক্রির বিজ্ঞাপন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।

আমাদের আজকের লোকেশন হল বারাসাতের পান্না ঝিল এলাকা। আপনি যদি স্টেশন থেকে এখানে আসেন টোটোতে তাহলে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। উদয় সংঘ খেলার মাঠের ঠিক সামনেই রয়েছে এই বাড়িটি আর লোকেশনটাও খুবই ভালো চারপাশের। এই বাড়িটিতে চার চাকা গাড়ি ঢুকতেও কোন সমস্যা হবে না। ১ কাঠা ৩ ছটাক জমির উপরে এই বাড়িটা তৈরি করা হয়েছে। দোতলা এই বাড়িটিতে নিচের তলায় আপনি পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম, একটা ঠাকুর ঘর এবং একটি বাথরুম। একটা ছোট্ট মত কিচেন ও দেওয়া রয়েছে।

দোতলায় একটি বেডরুম এবং একটি টয়লেট রয়েছে এবং দোতলার ছাদে যাওয়ার জন্যও কিন্তু ইতিমধ্যেই সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত দিক বিচার বিবেচনা করে এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ১৯ লক্ষ টাকা। আপনাদের মধ্যে যারা একেবারে কম বাজেটের মধ্যে বাড়ি খুঁজছেন এবং কলকাতার খুব কাছেই একটা লোকেশন চান তাদের জন্য এটা কিন্তু একেবারে আদর্শ। সুতরাং আগ্রহী থাকলে আর দেরি করে সময় নষ্ট করবেন না।
Contact :9330887554

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/PUd4dGIgh9s

Back to top button