নামমাত্র পুঁজিতে এখান থেকে কসমেটিক্স কিনে শুরু করে দিন নিজেদের ব্যবসা, লাভের পরিমাণ দেখে অবাক হবেন আপনিও









নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হল সাধারন মানুষের কাছে একটা এমন অপশন যেটার সাহায্যে খুব সহজেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করা যেতে পারে আর সমস্ত রকমের সচ্ছলতাও লাভ করা যেতে পারে। তবে সমস্যা হচ্ছে এটাই যে সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে কিন্তু এই ব্যবসা শুরু করার মতন যথেষ্ট পুঁজি সবসময় থাকে না।
যার ফলস্বরূপ ইচ্ছে থাকলেও অনেক ক্ষেত্রেই মানুষকে পিছিয়ে আসতে হয়।। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে তাই একটা দারুণ ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি। যদি আপনারা এই আইডিয়াটা কাজে লাগান তাহলে কিন্তু দেখবেন কখনোই আপনার ব্যবসার লোকসানের পথে হাটবেনা।




আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা মহিলাদের একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন জিনিস অর্থাৎ কসমেটিকসের ব্যবসার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। এই কসমেটিকসের মধ্যে কিন্তু নানান রকমের ক্রিম বা লোশন থেকে শুরু করে জুয়েলারি সমস্ত কিছুই পড়ে থাকে। রেগুলার ইউজ হোক অথবা বিশেষ কোন দিন সবেতে যেহেতু এটা মহিলাদের কাজে লাগে তাই দেশের বাজারে এটা কিন্তু একটা ভীষণ চাহিদা সম্পন্ন প্রোডাক্ট।
কসমেটিকসের ব্যবসা শুরু করার জন্য আপনাদের প্রথমে একটা হোলসেল মার্কেটের খোঁজ করতে হবে যেখানে একদম জলের দামে যে কোন জিনিস পেয়ে যাবেন। মোটামুটি হোলসেল মার্কেটে কিন্তু কসমেটিকসের ক্ষেত্রে এক টাকা থেকে সামগ্রী শুরু হয়ে থাকে। ধরুন হোলসেল মার্কেটে কসমেটিকসের কোন জিনিসের দাম রয়েছে এক টাকা,সেটা লোকাল মার্কেটে কিন্তু প্রায় ১০ থেকে ১৫ টাকা দামে বিক্রি করা হয়ে থাকে।




এই কসমেটিকসের ব্যবসা আপনারা অনলাইন আর অফলাইন দুইভাবেই খুব সহজে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি অনলাইন ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই পোস্ট শেয়ার অথবা লাইভ করতে পারেন।
অন্যদিকে অফলাইন ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে চাইলে আপনাকে একটি ভালো জায়গায় স্টল অথবা দোকানের ব্যবস্থা অবশ্যই করতে হবে। আজ আমরা আপনাদের সাথে এমন একটি পাইকারি মার্কেটে ঠিকানা শেয়ার করে দেবো যেখানে মাত্র ২৫ টাকা থেকে বিভিন্ন স্টোন বসানো আর নানান ধরনের জুয়েলারি পেয়ে যাবেন।




মাত্র ৫০ টাকা থেকে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন চিক, বিয়ে বাড়ি স্পেশাল বিভিন্ন জুয়েলারি পেয়ে যাবেন মাত্র ৪০ টাকা থেকে। সিটি গোল্ড এর উপর বিভিন্ন ব্রাইডাল সেট এর মতন গয়না পেয়ে যাবেন মাত্র ১৩০ টাকায়। এছাড়াও বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে হেয়ার দারুন সম্ভার রয়েছে এখানে।




ঢালাও জিনিস কিনে দোকান সাজাতে চাইলে খুব সহজেই এখানে যোগাযোগ করে নিজেদের ব্যবসা সাজিয়ে ফেলতে পারেন। যারা কসমেটিকসের ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন তারা আজই যোগাযোগ করুন নিচের দেওয়া ঠিকানায়। প্রসঙ্গত উল্লেখ্য এই ব্যবসা শুরু করার জন্য কিন্তু বিশাল বড় কোন অংকের পুঁজির প্রয়োজন নেই। মোটামুটি হাতে ১০ হাজার টাকা নিয়েই আপনারা এই বিজনেস শুরু করতে পারবেন।
পণ্য কেনার সুযোগ্য ঠিকানা:
Shop Name: Ahshan imitation jewellery.
Adddress – 107,old China bazar street,Ram rahim market, basement,burrabazar, kolkata – 700001
Contact – 9330392143.











