কলকাতার খুব কাছেই এই প্রপার লোকেশনে কিনে ফেলুন সস্তায় জমি,ভুলেও করবেন না এই সুযোগ হাতছাড়া

নিজস্ব প্রতিবেদন: জমি হল মানুষের কাছে একটি অত্যন্ত মূল্যবান সম্পদ। বাড়ি তৈরি থেকে শুরু করে সমস্ত ধরনের কাজ কিন্তু এই জমির মাধ্যমেই হয়ে থাকে। যদিও মূল্যবৃদ্ধির বাজারে আজকাল একটা ভালো জমির খোঁজে বেশ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে একটু চেষ্টা করলেই কিন্তু এই ভালো জমি খুব সহজেই পাওয়া সম্ভব।

আজকের এই বিশেষ প্রতিবেদনেও আমরা যেমন আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ জমির খোঁজ। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক এই জমিটি সম্পর্কে। যারা সম্প্রতি জমি কেনার কথা চিন্তা-ভাবনা করছেন এতে কিন্তু তাদের অনেকটাই সহায়তা হতে পারে।

আমাদের আজকের লোকেশন হল কলকাতার সোনারপুর। এখানে NSC BOSE রোডের পাশে ১৪ কাঠা প্রজেক্ট ল্যান্ড রয়েছে। জমিটি থেকে খুব কাছেই আপনারা পেয়ে যাচ্ছেন পেট্রোল পাম্প, সিনেমা হল ,শপিংমল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ব্যাংক, এটিএম, বাজার থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা। এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে কবি নজরুল মেট্রো স্টেশন। তেমনভাবেই গড়িয়া রেলওয়ে স্টেশন রয়েছে মাত্র সাড়ে ছয় কিলোমিটার দূরত্বে।

জমিটির ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন কম বেশি ৭০ ফুট। এখানে জল বা ইলেকট্রিসিটি সংক্রান্ত কোনো সমস্যাই কিন্তু হবে না। ফ্ল্যাট অথবা যেকোনো ধরনের প্রজেক্ট করার জন্য এটা কিন্তু দারুণ জমি। যারা এই ধরনের কাজ শুরু করতে চাইছিলেন এই জমিটি কিন্তু একেবারেই হাতছাড়া করা উচিত নয় তাদের জন্য।

এখানে আসতে হলে আপনারা কবি নজরুল মেট্রো স্টেশন থেকে খুব সহজেই বাস অথবা অটো ধরে নিতে পারেন। যেহেতু মেন রোডের পাশেই জমিটি রয়েছে তাই লোকেশনও এক কথায় ফাটাফাটি। এখানে প্রতি কাঠা জমির দাম নির্ধারণ করা হয়েছে ২০ লক্ষ্য টাকা। যদি আপনাদের জমিটি পছন্দ হয়ে থাকে তাহলে নিচের দেওয়া নম্বরে ফোন বা whatsapp করে নিতে পারেন।।
Contact :9073145145

Back to top button