বাংলার বুকে এই প্রপার লোকেশনে কিনে নিন সস্তায় জমি, ভুলেও করবেন না, সুযোগ হাতছাড়া









নিজস্ব প্রতিবেদন: জমি হলো একটি অত্যন্ত মূল্যবান সম্পদ যেটা ছাড়া কিন্তু কোন কাজই সঠিকভাবে করা যায় না। বাড়ি তৈরি করুন অথবা নিজেদের কোন স্বপ্নের প্রজেক্ট সবকিছুর জন্যই কিন্তু একটা ভালো লোকেশনে জমির আমাদের বিশেষভাবে প্রয়োজন।
আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই পাঠক বন্ধুদের জন্য এমনই একটি জমির খোঁজ আমরা নিয়ে চলে এসেছি যা দুর্দান্ত লোকেশনের পাশাপাশি একেবারে সুলভ দামে আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে এই প্রতিবেদনটি শুরু করা যাক।




আমাদের আজকের লোকেশন হল দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার ব্লক। এখানে ২০ ফুট পিচ রাস্তার পাশেই রয়েছে তিন বিঘা জমি। সম্পূর্ণ গ্রামীণ নিরিবিলি পরিবেশের মধ্যে খোলা হাওয়ার মাঝে বসবাস করতে চাইলে এটি আপনাদের জন্য একেবারে আদর্শ জায়গা।
এখান থেকে যেমন ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন ১২ কিলোমিটার দূরত্বে, তেমনভাবেই কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা পেয়ে যাচ্ছেন মাত্র ৪৩ কিলোমিটার এর মধ্যে। জমিটির মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে মাটি ভরাট করা আর বাগান করা রয়েছে। এমনকি পেছনের দিকে একটি ছোট পুকুরও রয়েছে। জল বা ইলেকট্রিসিটি সংক্রান্ত কোনো সমস্যা এখানে নেই।




আপনি চাইলে নিজের মতন যে কোন প্রজেক্ট অথবা বড় বাগানবাড়ি এই জমিতে খুব সহজেই তৈরি করতে পারবেন। ইনভেসমেন্ট পারপাসেও কিন্তু এই জমি খুব সহজেই কেনা যেতে পারে। ভবিষ্যতে বেশ ভালো অংকের অর্থ রিটার্ন পেয়ে যাবেন। ডায়মন্ডহারবার রেলওয়ে স্টেশন থেকে অটো বা টোটো করে খুব সহজেই এখানে আসতে পারবেন।
এখান থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে হরিণডাঙ্গা বাজার। পাশাপাশি হাতের নাগালের মধ্যেই স্কুল, কলেজ, ব্যাংক এবং এটিএম এর সুবিধা থাকছে।।প্রতি বিঘা এখানে জমির দাম রাখা হয়েছে ৮ লক্ষ টাকা। যদি আপনারা জমিটি কিনতে আগ্রহী থাকেন তাহলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact :9073145145











