কলকাতার খুব কাছেই এই লোকেশনে কিনে নিন সস্তায় জমি সহ বাড়ি, না দেখলে মিস করবেন









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেদের একটা বাড়ি তৈরি করার সুপ্ত আকাঙ্ক্ষা কিন্তু কমবেশি সকলের মনের মধ্যেই রয়েছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পথে বিভিন্ন বাধা-বিপত্তি চলে আসে। কর্মব্যস্ত জীবনে দাঁড়িয়ে মানুষ আর আগের মতন সময় নিয়ে নিজস্ব পছন্দ আর পরিকল্পনা অনুযায়ী বাড়ি তৈরি করার মতন জায়গায় নেই।।
বেশিরভাগ ক্ষেত্রেই তাই মানুষ নির্ভর হয়ে পড়েছেন রেডিমেড ফ্ল্যাট-অ্যাপার্টমেন্টগুলির উপর। আজকের এই বিশেষ প্রতিবেদনে সেই চাহিদার কথা মাথায় রেখেই আমরা নিয়ে চলে এসেছি কলকাতার খুব কাছে একটা দারুণ লোকেশনে জমি সহ বাড়ির খোঁজ।




আমাদের আজকের লোকেশন হল বারাসাত। এখানে একটি আন্ডার কনস্ট্রাকশন বাড়ি রয়েছে জমি সহ। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক। বারাসাত স্টেশন থেকে খুব সহজেই আপনারা নেতাজী পল্লী চলে আসতে পারবেন। টোটো অটো খুব সহজেই পেয়ে যাবেন। এখানে সাত কাঠা জমির উপরে আন্ডার কনস্ট্রাকশন একটি বাড়ি রয়েছে। এই সাত কাঠা জমির প্রতি কাঠা মূল্য নির্ধারণ করা হয়েছে 6 লক্ষ টাকা।
তবে অবশ্যই সেটা আলোচনা সাপেক্ষে কমবেশি হতে পারে। এখান থেকে এগিয়ে কিন্তু আরো একটা প্লটিং আপনারা পেয়ে যাবেন। প্রথম প্লটিংটির মধ্যে একেবারে দ্বিতীয় জমিতেই রয়েছে একটি আন্ডার কনস্ট্রাকশন বাড়ি।




এই বাড়িটির মধ্যে জমি রয়েছে দুই কাঠা এবং মোটামুটি প্রায় সমস্ত কাজ কিন্তু বাড়িটাতে করা হয়েছে। শুধুমাত্র প্লাস্টার আর রঙ আপনাদের করে নিতে হবে। যদি বাড়ি সহ জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে নিচের দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে বাকি কথা সেরে ফেলতে পারেন।
Contact :9330887554
ভিডিওটি দেখতে এই লিঙ্কে – https://youtu.be/HrnGZZAYtxA











