বাংলার বুকেই এই প্রপার লোকেশনে নামমাত্র খরচে কিনে ফেলুন দোতলা বাড়ি, না দেখলে পস্তাবেন পরে









নিজস্ব প্রতিবেদন: জীবন এবং জীবিকা নির্বাহের পরে মানুষের কাছে একটি সব থেকে বড় কাজ হল বসবাসের জন্য মাথার উপরে একটা নির্দিষ্ট ছাদ তৈরি করা। নিজস্ব একটা বাড়ি না থাকার যে কি রকম কষ্ট সেটা কমবেশি হয়তো অনেকেই জানেন। অথচ তা সত্বেও কর্মব্যস্ত জীবনে দাঁড়িয়ে একটা ভালো বাড়ি তৈরি করা কিন্তু অনেকের পক্ষেই সম্ভব হয় না।
আজকের এই বিশেষ প্রতিবেদনে সেই সমস্ত পাঠক বন্ধুদের জন্যই আমরা নিয়ে চলে এসেছি বাংলার বুকে এবং কলকাতার কাছেই একটা দারুন লোকেশনে সুন্দর দোতলা বাড়ি বিক্রির খোঁজ। যারা সম্প্রতি ঘরবাড়ি কেনার কথা চিন্তা-ভাবনা করছেন একবার কিন্তু এই লোকেশানে এসে বাড়িটি দেখে যেতে পারেন। ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল।




আমাদের আজকের লোকেশন হলো চন্দননগর। এখানে দেড় কাঠা জমির উপরেই একটা দারুন সুন্দর দোতলা বাড়ি রয়েছে। সম্পত্তিটির বয়স প্রায় কুড়ি বছর। চন্দননগর স্টেশন থেকে এই এলাকাটি মাত্র দুই কিলোমিটার এর মধ্যেই অবস্থিত। নিচের ফ্লোরে আপনারা এই বাড়িটিতে মার্বেলের ফিনিশিং এবং উপরের ফ্লোরে সাধারণ ফ্লোরিং পেয়ে যাবেন। মোটামুটি ছোট বা মাঝারি ফ্যামিলির থাকার জন্য এই বাড়িটি কিন্তু একেবারেই আদর্শ বলা যেতে পারে।




বাড়িটির সম্পূর্ণ কাগজপত্র আপটুডেট অবস্থায় রয়েছে তাই লোন পেতেও আপনাদের কোন সমস্যা হবে না। মোটামুটি পুরনো সম্পত্তি হলেও বেশ ভালোভাবেই গোছানো রয়েছে। তবে যিনি কিনবেন তাকে একটু সাজিয়ে গুছিয়ে রং করে নিতে হবে।। বাড়িটির সামনে আপনারা একটি ১০ ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন।
মোটামুটি গাড়ি চলে আসবে। আশেপাশের পরিবেশও কিন্তু ভীষণ ভালো। এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 28 লক্ষ টাকা। আপনাদের মধ্যে যদি কেউ এটি কিনতে আগ্রহী থাকেন দেরি না করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন।
Contact : 8910254563/8240174758











