কলকাতার বুকে এই প্রপার লোকেশনে কিনে নিন জলের দামে বাড়ি, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে এমন একটা জায়গা যেখানে সারা দিনের খাটাখাটনির পরে একটু শান্তিতে বসবাস করা যায়। তাই সেটা যদি একটু সুন্দর সাজানো গোছানো আর ভালো পরিবেশের মধ্যে না হয় তাহলে কারোরই কিন্তু ভালো লাগে না।। কর্মব্যস্ত জীবনে অনেকেই আছেন যারা একটু সময় নিয়ে নিজেদের বাড়ি তৈরি করাতে পারেন না। তাই আজকাল অনেকেই রেডিমেড বাড়ি কেনার কথা চিন্তাভাবনা করছেন।

পাঠক বন্ধুদের উদ্দেশ্যে আমরা প্রতিদিনই কোন না কোন জমি বা বাড়ির খোঁজ নিয়ে এসে থাকি। আজ নিয়ে চলে এসেছি কলকাতার বুকে একটি দুর্দান্ত বাড়ির খোঁজ। যদি আপনারা সম্প্রতি বাড়ি কেনার কথা চিন্তাভাবনা করছেন একবার কিন্তু এই বাড়িটা দেখে যেতে পারেন।যে কোন ফ্যামিলিরই খুব সহজে এই বাড়িটা পছন্দ হয়ে যাবে।

আমাদের আজকের লোকেশন হল বেহালা। জোকা মেট্রো সিটি থেকে মাত্র সাড়ে ৪ কিলোমিটার দূরত্বে, আমাদের আজকের লোকেশন টি অবস্থিত। যে বাড়িটি দেখাবো সেটির সাড়ে চার কাঠা জমির উপর নির্মাণ করা হয়েছে। বাড়িটির সামনে কিন্তু বেশ খানিকটা খোলা জায়গা আপনারা পেয়ে যাবেন যেখানে ইতিমধ্যেই বাগান করা আছে।

এই বাড়িটিতে আপনারা পাবেন একটি ড্রয়িং এবং ডাইনিং রুম, তিনটি বেডরুম, একটি বিশালাকৃতির বারান্দা, একটি বড় সাইজের খুব সুন্দর টাইলসের ফিনিশিং করা কিচেন ও বাথরুম। সম্পূর্ণ বাড়িটিতে মার্বেলের ফিনিশিং করা রয়েছে এবং বেশ ভালোভাবে রং করা রয়েছে। তাও আপনারা চাইলে কেনার পর নিজেদের পছন্দে কিন্তু কাস্টমাইজ করে রং করিয়ে নিতে পারেন।

এই লোকেশন থেকে খুব কাছেই আপনারা পেয়ে যাবেন বেহালা গার্লস হাই স্কুল, ব্যাংক থেকে শুরু করে এটিএম, বাজার এবং হাসপাতালের সুযোগ সুবিধা। এই লোকেশন থেকে নেতাজী সুভাষ মেট্রো স্টেশন পেয়ে যাবেন মাত্র সাড়ে ৬ কিলোমিটার দূরত্বে। অন্যদিকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন রয়েছে মাত্র ৭ km দূরত্বে। সাড়ে চার কাঠা জমি সহ এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র ৬০ লক্ষ টাকা।

কমবেশি যারা বাজারদর জানেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কলকাতার বুকে এই ধরনের একটা বাড়ি পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়।। যদি আপনারা এই বাড়িটি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে ফোন করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই প্রতিবেদনটি শেয়ার করে নেবেন।
Contact : 9073145145

Back to top button