কলকাতার খুব কাছেই এই প্রপার লোকেশনে কিনে নিন মাত্র ২০ লক্ষ টাকায় দারুন নতুন বাড়ি, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু বাড়ি তৈরি করা থেকে কেনার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেছেন। কর্মব্যস্ত জীবনের দাঁড়িয়ে এখন মানুষের পক্ষে আগের মতন কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করাটা সম্ভব পর হয় না।

আবার যারা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট খুব একটা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে রেডিমেড বাড়িটাই হলো বেস্ট অপশন। আজকের এই বিশেষ প্রতিবেদনে কলকাতার খুব কাছেই একটা দারুন লোকেশন এর নতুন বাড়ি বিক্রির বিজ্ঞাপন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। সম্প্রতি যারা বাড়ি কিনবেন বলে ভাবছেন একবার প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন।

আমাদের আজকের লোকেশন হল দত্তপুকুর শিবালয়। পুলিশ স্টেশন থেকে একটু আগেই জায়গাটা পড়বে এবং স্টেশন থেকে দূরত্ব প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার। টোটো বা অটো করে খুব সহজেই কিন্তু আপনারা এই লোকেশনে পৌঁছে যাবেন। যে বাড়িটি আপনাদের দেখাবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে দুই কাঠা। এই বাড়ীটাতে ঢুকতেই আপনারা একটা লম্বা প্যাসেজের মতন বারান্দা পেয়ে যাবেন। তারপর একটা সম্পূর্ণ ঢালাই ছাদযুক্ত বেডরুম, এরপর বাকি অংশটাতে কিন্তু টিনের শেড দেওয়া রয়েছে।

খুব সুন্দর ভাবে বাড়িটার প্রত্যেকটি অংশে কালার কম্বিনেশন করে রং করা হয়েছে এবং প্রয়োজনীয় জায়গায় রয়েছে টাইলসের ফিনিশিং। বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ২০ লক্ষ টাকা।। যদি আপনারা এটি কিনতে আগ্রহী থাকেন তাহলে আর দেরি করে সময় নষ্ট করবেন না।দ্রুত নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন।
Contact :9330887554

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/PngVQvTjX3M

Back to top button