বাংলার বুকেই এই দুর্দান্ত লোকেশনে একেবারে জলের দামে ফ্ল্যাট কিনে নিন, ভুলেও করবেন না সুযোগ হাতছাড়া

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ কিন্তু নিজস্ব একটি ছাদের জন্য ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্টের উপরেই নির্ভরশীল হয়ে পড়েছেন। আসলে ফ্ল্যাট বা এপার্টমেন্ট এর ক্ষেত্রে কোন রকমের অতিরিক্ত ঝামেলা ভোগ করতে হয় না। নতুন হোক বা পুরনো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এগুলো একেবারে রেডি টু মুভ অবস্থায় থাকে।।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের জন্য শেয়ার করে নিতে চলেছি এরকমই একটি দুর্দান্ত লোকেশন এর ফ্ল্যাটের খোঁজ।যারা সম্প্রতি একটি নিজেদের বাসস্থান কিনতে আগ্রহী রয়েছেন তারা নিশ্চিন্তে এই ফ্ল্যাটটি দেখতে পারেন। আমাদের আজকের লোকেশন হল কলকাতার খুব কাছেই অবস্থিত চন্দননগর।

আজ আমরা যে ফ্ল্যাট টি সম্পর্কে আপনাদের বলব সেটি চন্দননগর পালপাড়ায় অবস্থিত। এই ফ্ল্যাটটির টোটাল এরিয়া হচ্ছে 810 স্কয়ার ফিট এবং এটি ফার্স্ট ফ্লোরে অবস্থিত। এখানে আপনারা পেয়ে যাবেন বিশাল আকৃতির দুটো বেডরুম, একটি ড্রইং কাম ডাইনিং এরিয়া, ওপেন কিচেন এবং দুটি বাথরুম।

সাথে আপনারা দুটো ছোট সাইজের বেলকনিও কিন্তু পেয়ে যাচ্ছেন বাইরের পরিবেশের সৌন্দর্য উপভোগ করার জন্য। বলতে গেলে সমস্ত দিক বিবেচনা করে সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য এই ফ্ল্যাটটাকে কিন্তু সবদিক থেকেই আদর্শ বলা যেতে পারে।

২৪ ঘন্টা এখানে জল এবং ইলেকট্রিসিটির সুবিধা রয়েছে ও পাশাপাশি আপনারা লিফটের সুবিধাও পেয়ে যাবেন। যেহেতু কাগজপত্র সমস্ত আপটুডেট অবস্থায় রয়েছে তাই ভবিষ্যতে কখনো লোনের প্রয়োজন হলেও কিন্তু আপনাদের সমস্যা হবে না। চন্দননগর স্টেশন থেকে এই ফ্ল্যাটটির দূরত্ব মাত্র এক কিলোমিটার।

এছাড়া এখান থেকে নিকটবর্তী বাজার, স্কুল, ব্যাংক এটিএম এবং হসপিটাল খুব কাছেই পাচ্ছেন। সহজেই কিন্তু আপনারাই ফ্ল্যাটটি কিনে নিতে পারেন যার দাম রাখা হয়েছে ২১,৮৭,০০০ টাকা। আগ্রহী থাকলে আর দেরি করে সময় নষ্ট না করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন।
Contact : 8240174758/8910254563.

Back to top button