কলকাতার খুব কাছেই এই লোকেশনে কিনে নিন বিশাল জমিসহ দোতলা বাড়ি, না দেখলে মিস করবেন সুযোগ

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু রেডিমেড বাড়ির উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন। কর্মব্যস্ত জীবনে যেহেতু একটা দীর্ঘ মেয়াদী সময় ব্যয় করে বাড়ি তৈরীর দিকে মানুষের নজর দেওয়া সম্ভব নয় তাই অনেকেই আজকাল এই পদ্ধতি গ্রহণ করছেন। আজকের বিশেষ প্রতিবেদনে তাই পাঠক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত লোকেশনের জমিসহ বিশাল দোতলা বাড়ির বিজ্ঞাপন।

যারা সম্প্রতি বাড়ি তৈরি করতে আগ্রহী রয়েছেন নিশ্চিন্তে আমাদের দেওয়া প্রতিবেদনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন।। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি এই বাড়িটা আপনাদের সকলেরই পছন্দ হবে এবং মনোবাঞ্ছা পূরণ করবে।

আমাদের আজকের লোকেশন হল সোদপুর। সোদপুর থেকে মোটামুটি পাঁচ কিলোমিটারের মধ্যেই গেলে এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন। কল্যাণী এক্সপ্রেসওয়ে এই বাড়িটার একদম সামনেই রয়েছে। এই বাড়িটার দুই দিকে রাস্তা পেয়ে যাবেন আপনি।

খুব সুন্দর ভাবে বাড়িটা ভেতরে আর বাইরে সাজানো গোছানো অবস্থায় রয়েছে। এখানে আপনি তিন কাঠা জমির উপর দোতলা বাড়িটা পাচ্ছেন। এখানে একতলায় থাকছে দুটো বেড রুম, একটি ডাইনিং কাম লিভিং এরিয়া, কিচেন এবং বাথরুম‌। দোতালায় আপনারা তিনটে বেডরুম, একটা ডাইনিং রুম এবং বাথরুম পেয়ে যাচ্ছেন।

সম্পূর্ণ বাড়িটা এত সুন্দর করে রং করা রয়েছে যে যে দেখবে তার নিশ্চিন্তে পছন্দ হয়ে যাবে। মোটামুটি মডুলার কিচেন রয়েছে এবং তার সাথে সমস্ত আধুনিক ব্যবস্থা। এটার দাম রাখা হয়েছে ৪৯ লক্ষ টাকা। যদি আপনারা এটা কিনতে আগ্রহী থাকেন নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন।

Contact : 9330887554

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/jzo0iHHqtUs

Back to top button