খুবই কম খরচে বানিয়ে নিন এইভাবে একতলা বাড়ি, খরচের পরিমাণ এবং আধুনিক ডিজাইন সহ রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে একটি অত্যন্ত মূল্যবান সম্পদ। নিজস্ব একটি ছাদ মাথার উপর না থাকলে কখনোই কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত বলে দাবি করা যায় না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তিন বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন শেয়ার করে নিতে চলেছি পরিকল্পনা সহ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সম্প্রতি বাড়ি তৈরি করার কথা চিন্তাভাবনা করছেন। তারা আমাদের আজকের এই ডিজাইনটা মনোযোগ সহকারে দেখে নিন। আশা করছি আপনাদের ভালো লাগবে।।

এটির মূল প্রবেশ পথের শুরুতেই আপনারা পেয়ে যাবেন একটি ডাইনিং কাম লিভিং এরিয়া। ডাইনিং রুমের কোনাকুনি আপনারা পাচ্ছেন সিঁড়ির ঘর। ডাইনিং রুমের ঠিক সামনের অংশে কোনাকুনি আপনারা দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন। এর মধ্যে একটা বেডরুমকে আপনারা কিন্তু ড্রয়িং রুম হিসেবেও কাজে লাগাতে পারেন।

এই বেডরুমের ঠিক পরের অংশেই একটি কমন টয়লেট, আর তারপরেই থাকছে একটি বেডরুম। আর সিঁড়ির ঘরের ঠিক এই দিকের অংশে আপনারা করে ফেলতে পারবেন কিচেন। যদি আপনাদের বাড়ির পেছনের অংশে পর্যাপ্ত জায়গা থাকে তাহলে এই কিচেন দিয়েই কিন্তু আপনারা বাইরে যাওয়ার একটা রাস্তা করে ফেলতে পারেন। ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। কেমন লাগলো এই পরিকল্পনা অবশ্যই একটু বিশদে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/DJAtzgMpfF4

Back to top button