খুবই অল্প খরচে তৈরি করুন ৩ বেডরুমের এই সুন্দর বাড়ি! রইলো খরচের পরিমাণ সহ বাড়ির আধুনিক ডিজাইন









নিজস্ব প্রতিবেদন:- বর্তমান সময়ে একাধিক নতুন নতুন ডিজাইনে বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে । প্রত্যেকটি বাড়ি ঘরের মূল্য আলাদা আলাদা তার পাশাপাশি প্রতিটি বাড়ি কিন্তু নজরে লাগার মতন । এই সমস্ত ঘটনাগুলি দেখে আপনাদের ইচ্ছা হয় যে একটা সুন্দর ডিজাইনের নিজের বাড়িতে তৈরি করবেন।




একটা সুন্দর ডিজাইনে নিজের বাড়ি তৈরি করতে গেলে কম বেশি অনেক টাকা খরচ পড়ে যায় । কিন্তু যে সমস্ত মানুষের জমি জায়গার পরিমাণ কম তারা হয়তো এই ধরনের পরিকল্পনাতে আসতেই পারে না ।তারা এটা ভেবেই নেই যে তাদের জমি জায়গা কম তাই সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করা সম্ভব নয় সেই ধারণা কেটে যাবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা আছে সেখানে লম্বাটে আকৃতির একটি জমির উপর সুন্দর ডিজাইন একটি বাড়ি তৈরি করা হয়েছে। সামনে রয়েছে একটি পোড়ছো এবং সিঁড়ি ঘর লম্বা করে রয়েছে, জায়গা বাঁচানোর জন্য সিঁড়ির নিচে রাখা হয়েছে ডাইনিং রুম ঢুকে পড়াচ্ছেন একটি ড্রয়িং রুম এছাড়া থাকছে দুইটি বাথরুম একটি কিচেন এবং তিনটি বেডরুম এই বাড়িটি তৈরি করতে গেলে সর্বমোট ১৫ লক্ষ টাকা খরচ হতে পারে ।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন – https://youtu.be/_kTI4vOp1s0











