একদম সামান্য খরচে তৈরি করে নিন তিন বেডরুমের একতলা বাড়ি, খরচের পরিমাণ এবং আধুনিক ডিজাইন সহ রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটি ভাইরাল তিন বেডরুমের বাড়ির ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। মোটামুটি মধ্যবিত্ত সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এই অসাধারণ ডিজাইন টা তৈরি করা হয়েছে। একেবারে কম জায়গার মধ্যেই কিন্তু আপনারা এই ডিজাইন টাকে কাজে লাগিয়ে পরিকল্পনাসহ বাড়ি তৈরি করে ফেলতে পারবেন। সুতরাং যদি আপনি সম্প্রতি বাড়ি তৈরি করার কথা চিন্তা ভাবনা করছেন নিশ্চিন্তে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিজেদের মতামত শেয়ার করে নিন।

আজ আমরা যে একতলা বাড়িটি আপনাদের দেখাতে চলেছি সেটার মূল প্রবেশ পথের শুরুতেই রাখা হয়েছে একটি ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের ডান দিকে থাকছে একটি মাস্টার বেডরুম। মাস্টার বেড রুমের সাথে অ্যাটাচ টয়লেট আর একটা খোলামেলা বারান্দা রাখা হয়েছে। ড্রয়িং রুম থেকে সোজা বেরোলেই আপনারা পেয়ে যাবেন সিঁড়ির ঘর কাম ডাইনিং রুম।

খরচ বাঁচানোর জন্য কিন্তু দুটো একসাথেই তৈরি করে ফেলতে পারেন। ডাইনিং রুমের ঠিক ডান দিকে কিচেন এবং সোজাসুজি অর্থাৎ বাড়ির একেবারে পেছনের অংশে আরো দুটো বেডরুম তৈরি করা হয়েছে।।

এই দুটো বেডরুমের ঠিক মাঝামাঝি আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটি কমন টয়লেট। অর্থাৎ সবমিলিয়ে এই বাড়িটিতে তিনটে বেডরুম, দুটো বাথরুম, একটি ড্রয়িংরুম, একটি ডাইনিং রুম এবং একটি কিচেন পেয়ে যাচ্ছেন। মোটামুটি সাধারণ ডেকোরেশন এবং ভালো কালার কম্বিনেশনসহ এই বাড়িটা তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে ২২ থেকে ২৫ লক্ষ টাকার কাছাকাছি।

যদি খুব বেশি ইন্টিরিয়ার decoration এবং মার্বেল ফিনিশিং করতে চান সে ক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণ আরো বাড়তে পারে। তবে সাধারণভাবে তৈরি করলে কিন্তু খুব কম খরচেই এটা মোটামুটি দেড় থেকে ২ কাঠা জমির মধ্যে তৈরি হয়ে যাবে।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/_D4c4SVpffU

Back to top button