লম্বা জমিতে তিন বেড রুমের বাড়ি তৈরি করুন সহজেই, খরচের পরিমাণ সহ রইল আধুনিক ডিজাইন









নিজস্ব প্রতিবেদন: নিজস্ব একটি বাড়ি ছাড়া কখনোই কিন্তু জীবনে নিজেকে প্রতিষ্ঠিত বলে দাবি করা সম্ভব নয়। আর এই বাড়ি তৈরি করার জন্য পরিকল্পনা বিশেষভাবে প্রয়োজন। কোন কাজই সঠিক পরিকল্পনা ছাড়া হতে পারে না।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কম খরচে লম্বা জমিতে তিন বেডরুমের একটি বাড়ির ডিজাইন শেয়ার করে নেব। চলুন তাহলে সময় নষ্ট না করে ডিজাইন টা একটু বিস্তারিত দেখে নেওয়া যাক যাতে ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা বাড়ি তৈরি করেন কোন অসুবিধা না হয়।




এই বাড়ির ডিজাইন টির শুরুতেই একটা পোরচ রাখা হয়েছে। এতে আপনারা যেমন বাড়ির সামনেই একটা খোলামেলা স্পেস পাবেন ঠিক তেমনভাবেই কিন্তু দেখতেও খুবই ভালো লাগবে। এবার মূল প্রবেশ পথ দিয়ে ঢুকলেই আপনারা প্রথমে পেয়ে যাচ্ছেন ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের ঠিক পাশেই থাকছে সিঁড়ির ঘর কাম ডাইনিং রুম।




আলাদাভাবে না করে এটাকে কিন্তু একসাথেই আপনারা করে নিতে পারেন। এবার এই ডাইনিং রুম বার ড্রয়িং রুম দুটো থেকেই একটা সরু লম্বা প্যাসেজ এবং তার ঠিক দুই ধারে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কমন টয়লেট, কিচেন এবং অন্যদিকে একটা ছোট বেডরুম। এই ছোট বেড রুমটাকে কিন্তু গেস্ট রুম হিসেবে বা স্টাডি রুম হিসেবেও কাজে লাগানো যেতে পারে।
এবার ঠিক তারপরেই আপনারা পেছনের অংশে আরো দুটো বেডরুম এবং মাঝখানে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেট টা আপনারা কোন একটা রুমের সঙ্গেও রাখতে পারেন আবার আলাদা করেও কিন্তু কমন হিসেবেও রাখতে পারেন তাতে কোন অসুবিধা নেই।। মোটামুটি লম্বা জমিতে এই ডিজাইন সহ বাড়ি তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা। যদি পরিকল্পনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিজেদের মতামত শেয়ার করতে ভুলবেন না।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/_kTI4vOp1s0











