অল্প খরচে ছোট জায়গায় তৈরি করে ফেলুন একতলা বাড়ি, খরচের পরিমাণ সহ রইল আধুনিক ডিজাইন









নিজস্ব প্রতিবেদন: সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে বাড়ি তৈরি করা মানে জীবনের একটা লড়াইতে জিতে যাওয়া। কর্মব্যস্ত জীবনে আজকাল যেহেতু মানুষের কাছে আর আগের মতন সময় নেই তাই অনেকেই কিন্তু রেডিমেড ফ্ল্যাট অথবা বাড়ির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তবে কোনরকম ঝামেলা ভোগ করতে না হলেও এই রেডিমেড বাড়ি বা ফ্ল্যাট কিন্তু আমাদের মনের মতন হয় না।।
তাই একটু চেষ্টা করে যদি আপনারা পরিকল্পনা সহকারে নিজেদের পছন্দ অনুযায়ী বাড়ি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আর কোন চিন্তাই থাকবে না। সাধারণ মধ্যবিত্ত মানুষের চাহিদার কথা মাথায় রেখে আজ আমরা একদম স্বল্প খরচে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দুই বেডরুমের বাড়ির ডিজাইন। চলুন আর সময় নষ্ট না করে এই ডিজাইনটি একটু বিস্তারিত ফ্লোরপ্ল্যান সহ দেখে নেওয়া যাক।।




আমাদের অন্যান্য ডিজাইনগুলোর মতন এই বাড়িটির শুরুতেও আমরা রেখেছি একটি খোলামেলা স্পেস বা পোরচ। তারপর মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আপনারা এখানে পেয়ে যাবেন ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। ড্রয়িং বা ডাইনিং রুমের ঠিক বামদিকে আপনারা একটা বাথরুম তৈরি করে নেবেন যেটা পিছনে থাকা মাস্টার বেডরুমের সঙ্গে এটাচ থাকবে।। এবং এই বাথরুমটার পাশেই থাকবে কিচেন।
ডাইনিং রুম থেকে ঠিক সোজা থাকবে আরো একটি কমন টয়লেট এবং এর কোনাকুনি দুই দিকে দুটো মাস্টার বেডরুম। যদি আপনাদের বাড়ির পেছনদিকে যাওয়ার রাস্তা থাকে সেক্ষেত্রে এই দুটো মাস্টার বেডরুমের মধ্যে যেকোনো একটাই কিন্তু একটা অতিরিক্ত দরজা তৈরি করে নিতে পারেন।।




তাহলে সম্পূর্ণ ডিজাইন দেখার পর বুঝতেই পারছেন যে এই বাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম, দুটো বাথরুম যার মধ্যে একটি অ্যাটাচ এবং একটি কমন, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এরিয়া।
ডাইনিং রুমের সাথেই কিন্তু এখানে সিঁড়ির ঘর রাখা হয়েছে যাতে আলাদা কোন রকমের খরচ না পড়ে। সাধারণভাবে এই বাড়িটি তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে মোটামুটি ১৫-১৮ লক্ষ্য টাকার কাছাকাছি। যদি আপনি মার্বেল ফিনিশিং বা বিশেষ কোনো ইন্টিরিয়ার ডেকোরেশন করতে চান তাহলে এই খরচ অনেকটাই বাড়তে পারে।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/B2p__VmlJ3I











