খুবই কম খরচে গ্রামে বানিয়ে ফেলুন দুর্দান্ত একতলা বাড়ি, খরচের পরিমাণ এবং আধুনিক ডিজাইন সহ রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে এমন একটা জায়গা যেটা ছাড়া কখনোই কিন্তু কোন রকম ভাবে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত বলে দাবি করা সম্ভব নয়। আজকাল ফ্ল্যাট আর অ্যাপার্টমেন্টের যুগেও কিন্তু অনেকে খোলামেলা বাড়িতে বসবাস করতেই বেশি পছন্দ করে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা গ্রামে তৈরি একটি একতলা বাড়ির ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যদি আপনারা সম্প্রতি বাড়ি তৈরি করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই প্রতিবেদনটি মিস করবেন না। কারণ এরকম ধরনের একটি ডিজাইন আশা করছি সকলেরই ভালো লাগবে।।

আজ আমরা যে একতলা বাড়ির ডিজাইনটি আপনাদের দেখাবো তার সামনেই একটা খোলামেলা অংশ বা বারান্দার মতন জায়গা রাখা হয়েছে। তারপর মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং দুই পাশে দুটি বেডরুম। এর মধ্যে একটি বেডরুমের সাথে থাকবে এটা স্ট টয়লেট। ড্রয়িং রুম থেকে সোজাসুজি আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনিং রুম কাম লিভিং এরিয়া। ডাইনিং রুমের সাথেই সিঁড়ির ঘর রাখা হয়েছে। ডাইনিং রুমের ডান দিকে থাকবে কিচেন এবং বাম দিকে থাকবে আরও একটি কমন টয়লেট যা বাড়ির সকল সদস্যরা ব্যবহার করতে পারবেন।

বাড়ির পেছনের অংশেও দুটো বেডরুম এবং একটি বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম রাখা হয়েছে। আপনারা চাইলে বাড়ির সামনে থাকা দুটো বেড রুমের সাথে কিন্তু দুটো বারান্দা অ্যাটাচ করে নিতে পারেন। তাহলে একটা খোলামেলা বসার জায়গা পেয়ে যাবেন আর সাথে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। কিরকম ডেকোরেশন করবেন বা বাড়িতে কি রকম কালার কম্বিনেশন রাখবেন তার জন্য আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখতে পারেন। কেমন লাগলো আমাদের আজকের এই ডিজাইন তা অবশ্যই একটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/RqLY3F_gj_Q

Back to top button