খুবই কম খরচে তৈরি করে ফেলুন চার বেডরুমের একতলা বাড়ি, আধুনিক ডিজাইন সহ রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই একটা নিজস্ব বাড়ি তৈরি করার সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। কিন্তু বাড়ি তৈরি করতে গেলে অনেক বাধা-বিপত্তির মধ্যেই যেতে হয়। সব থেকে বড় যেটা সমস্যা হয়ে দাঁড়ায় তা হল উপযুক্ত পরিকল্পনার অভাব।

বিশেষ করে মধ্যবিত্ত সাধারণ মানুষের কাছে আলাদা করে কিন্তু বাজেট থাকে না পরিকল্পনা তৈরি করার জন্য। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি একটি চার বেডরুমের বাড়ির ডিজাইন যা খুবই কম খরচে তৈরি করা হয়েছে। চলুন তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।

এই ডিজাইনটির শুরুতেই মূল প্রবেশ পথ দিয়ে ঘরে ঢুকতেই আপনারা পেয়ে যাবেন সিঁড়ির ঘর। সিঁড়ির ঘরের নিচের অংশটা আপনারা স্টোর রুম হিসেবেও খুব সহজেই কাজে লাগাতে পারেন। এর ঠিক দুই পাশে রয়েছে দুটো বেডরুম। এর মধ্যে একটি বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট।

সিঁড়ির ঘর থেকে বেরিয়েই পেয়ে যাবেন আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া। এর ঠিক কোনাকুনি পেয়ে যাবেন একটি কমন টয়লেট। ডাইনিং এরিয়া থেকে সামনের দিকে সোজাসুজি দুটো বেড রুম এবং এই দুটি বেড রুমের ঠিক মাঝ বরাবর একটি কমন বাথরুম।

ব্যাস তাহলে এই বাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি বেডরুম, দুটি বাথরুম, লিভিং কাম ডাইনিং এরিয়া এবং কিচেন। মধ্যবিত্ত সাধারণ মানুষের থাকার জন্য এই বাড়িটি কিন্তু একেবারেই আদর্শ তাই আপনাদের কোন সমস্যা হবে না।

এই বাড়িটি তৈরি করতে গেলে আপনাদের মোটামুটি খরচ পড়বে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার কাছাকাছি। মূল্যবৃদ্ধির বাজারে হিসেবের হেরফেরের কারণে দাম কিছুটা এদিক ওদিক হতেই পারে। ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে নেওয়ার অনুরোধ রইলো।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/5bViGv0Lmpc

Back to top button