খুব কম খরচে বানান সুন্দর ডিজাইনের একতলা বাড়ি! রইলো খরচের পরিমাণ সহ বাড়ির আধুনিক ডিজাইন

নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি বাড়ি তৈরি করতে আগ্রহী রয়েছেন। তাহলে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই প্রতিবেদনে একদম কম খরচের মধ্যে দারুন ভাবে বাড়ি তৈরীর পরিকল্পনা আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব।

যারা বাড়ি তৈরি করার কথা ভাবছেন কিন্তু বাজেটের মধ্যে পরিকল্পনার অভাব থাকায় আপনারা কাজ শুরু করতে পারছেন না অবশ্যই এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ে নিন। আশা করছি আপনাদের আর কোন চিন্তা করতে হবে না।

এই বাড়িটির প্রবেশ পথের শুরুতেই রয়েছে অন্যান্য বাড়ির মতোই সুন্দরভাবে সাজানো একটি ড্রইং রুম। ড্রয়িং রুম থেকে একটা লম্বাটে প্যাসেজ তৈরি করে আপনারা একটা কমন টয়লেট এবং কিচেন পর পর তৈরী করে নিতে পারেন।। ড্রয়িং রুমের ঠিক বাম দিকের অংশে আপনারা রাখতে পারেন একটি মাস্টার বেডরুম বা গেস্ট রুম।

এবার ড্রয়িং রুম থেকে ঠিক সোজাসুজি গেলেই আপনারা পেয়ে যাবেন একটি ডাইনিং রুম এবং সিঁড়ির ঘর। এর ঠিক পাশের অংশে প্যাসেজে বা ফাকা জায়গায় আপনারা আরও একটি বেডরুম এবং অ্যাটাচ বাথরুম তৈরি করে নিতে পারেন। তাহলে এই বাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি মাস্টার বেডরুম, একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন এবং একটি ডাইনিং এরিয়া।

মোটামুটি ২০ থেকে ২২ লক্ষ টাকার মধ্যেই ভালো ডেকোরেশন সহ এই বাড়িটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে নিজেদের চাহিদা অনুযায়ী সামান্য কিছু পরিবর্তন করে নিতে পারেন। এই বাড়িতে কিন্তু ১.৫ কাঠা জমির মধ্যেই সহজে তৈরি হয়ে যাবে। সুতরাং ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিতে ভুলবেন না। আশা করছি সেটা আপনাদের অনেকটাই কাজের জন্য সহায়তা করতে পারবে।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/l__iQKSLzPQ

Back to top button